Advertisement
Advertisement
Sreelekha Mitra

পুজোর সময় বাবার সঙ্গে বাংলাদেশে রুনা লায়লার বাড়ি, ছবি শেয়ার করে স্মৃতিতে ভাসলেন শ্রীলেখা

বাবার ইচ্ছেপূরণের গল্প শোনালেন অভিনেত্রী।

Sreelekha Mitra shares memory with her father on facebook | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 4, 2021 2:19 pm
  • Updated:October 4, 2021 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) কাছে এবারের পুজোটা বড্ড মনখারাপের। সদ্যই বাবাকে হারিয়েছেন তিনি। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখলে, বাবার সঙ্গে তাঁর টুকরো টুকরো স্মৃতির কথা ধরা পড়ে। এভাবে হঠাৎ করে বাবা চলে যাবেন তা এখনও বিশ্বাস করতে পারচ্ছেন না শ্রীলেখা। তাই তো মাঝে মধ্যে অ্যালবাম ঘেঁটে, পুরনো ছবি দেখছেন, স্মৃতিতে ঢুঁ মারছেন। যে স্মৃতিতে তিনি আর শুধুই তাঁর বাবা।

সম্প্রতি শ্রীলেখা এমনই এক স্মৃতির কথা তুলে ধরলেন তাঁর ফেসবুকে। যেখানে বাবাকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার গল্প শোনালেন তিনি। তাঁর বাবার খুব ইচ্ছে ছিল পুরনো ভিটেমাটিকে ঘুরে আসার, সেই ইচ্ছেপূরণের গল্পই শোনালেন শ্রীলেখা। ফেসবুকে অভিনেত্রী লিখলেন, ‘বাবার মুখে বাংলাদেশ মাদারিপুরের ঘটমাঝি গ্রাম, জমিদারবাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পুজো, মিত্তিদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান। অসংখ্য মানুষদের মতো দেশ ভাগের শিকার আমরাও। সে গল্প না হয় আরেকদিন হবে।’

Advertisement

তবে শুধুই বাংলাদেশের গল্প নয়। শ্রীলেখার লেখায় উঠে এল জনপ্রিয় দুই শিল্পীর কথা। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর ও কিংবদন্তী গায়িকা রুনা লায়লা (Runa Laila)। তাঁদের বাড়িতেই অতিথি হয়ে গিয়েছিলেন বাবা -মেয়ে।

[আরও পড়ুন: ঘরে এল নতুন সদস্য, এবার দ্বিতীয় সন্তানের মা হলেন নেহা ধুপিয়া]

শ্রীলেখা আরও লিখলেন, ‘২০০৭ সালে শিকড়ের টানে পৌঁছে গেলাম বাংলাদেশে। রুনা লায়লা আপু ও আলমগীর ভাইয়ের আপ্যায়ণ. যত্ন নিয়ে বলার শেষ নেই। ছোটবেলায় টিভিতে দেখা দমাদম মস্ত কলন্দর, সাধের লাউ গানগুলো আমার একেবারে মুখস্থ। আমি খুব বড় ফ্যান রুনা লায়লার। তাঁদের বাড়িতেই আমরা অতিথি। শুধু অর্থের ধনী নন, মনের দিক থেকে তাঁরা অনেক অনেক ধনী। বাবার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ করতে পেরেছি।’

[আরও পড়ুন: নাগার্জুনের ছেলে ও সামান্থার বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী আমির খান! বিস্ফোরক কঙ্গনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement