Advertisement
Advertisement
Sreelekha Mitra

‘আমাকে ট্রোল করার জন্যে শিক্ষার প্রয়োজন’, নিন্দুকদের সপাট জবাব ‘আইটেম গার্ল’ শ্রীলেখার

"হাঁটুর বয়সি মেয়েদের সঙ্গে জমিয়ে নেচেছি...", প্রথমবার আইটেম ডান্স-এর অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী।

Sreelekha Mitra shares her Item Dance experience, slams troller

ছবি : ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:March 20, 2024 11:03 pm
  • Updated:March 20, 2024 11:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইটেম ডান্স আর শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)! অভিনেত্রীর পোস্ট দেখে অনেকেই অবাক হয়েছিলেন। নেটপাড়াতেও কম চর্চা চলছে না শ্রীলেখার আইটেম ডান্স নিয়ে। প্রথমবার ‘আইটেম গার্ল’ লুকে ছবি দিতে প্রশংসার পাশাপাশি অনেকে ‘বডি শেমিং’ও করেছেন! এপ্রসঙ্গে কী মন্তব্য অভিনেত্রীর?

সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে শ্রীলেখা মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর সাফ উত্তর, “এই বয়সে আমি চ্যালেঞ্জটা নিয়েছি। আমায় দেখতে কীরকম লাগছে তার থেকেও আমার কাছে প্রায়োরিটি ছিল, আমি নাচটাকে ঠিক করে এক্সিকিউট করতে পারব তো? এটা আমার নিজের কাছেই আমার চ্যালেঞ্জ ছিল। আর সেটা আমি পেরেছি। তাই কে কী বলল, আমার কিচ্ছু যায়-আসে না! আমার সঙ্গে গুলজার জি’র ছবি দেখে অনেকে জিজ্ঞেস করেছিল- ‘যে ইনি জ্যোতি বসু কিনা?’ লোকজনের মন্তব্যে আমার সত্যিই কিচ্ছু বলার নেই। আমাকে ট্রোল করার জন্যে গুণগত শিক্ষার প্রয়োজন।” শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টবক্তা। এবারেও নিন্দুকদের রেয়াত করলেন না। বরং আরও একধাপ এগিয়ে পাত্তাই দিতে চাইলেন না ট্রোলারদের।

Advertisement

[আরও পড়ুন: মেগা বাজেটের ‘মহাভারত’ বানাতে চেয়েছিলেন শাহরুখ, কেন ভেস্তে গেল প্ল্যান?]

টলিউডে প্রায় তিন দশক কাটিয়ে ফেলেছেন। ছক ভেঙে বারবার নিজেকে প্রমাণ করেছেন। ছোটবেলা থেকে নাচ জানলেও এই প্রথমবার ‘নেগেটিভ’ ছবিতে শ্রীলেখা মিত্রকে দেখা যাবে আইটেম গার্ল হিসেবে। তবে সিনেমার নাম ‘নেগেটিভ’ হলেও অভিনেত্রী কিন্তু কোনওরকম নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ। শ্রীলেখার কথায়, “বাপ্পার কাছ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, আমি নিজেও সত্যি বলতে কী হেসে ফেলেছিলাম! তবে আমার সবথেকে ভালো লেগেছে, যাঁরা অন্তত আমার হাঁটুর বয়সি কি, আমার মেয়ের থেকে বয়সে আরেকটু বড় হবে, আমি তাঁদের সঙ্গে বেশ মজা করে এই আইটেম ডান্সটায় পারফর্ম করেছি। এই আইটেম নাচটা কিন্তু এক রাতে শুট হয়েছে। কাজ করতে গিয়ে আমি নিজে খুব উপভোগ করেছি। কিংবা তথাকথিত ‘আইটেম গার্ল’ বলে আমাদের ভারতীয় বিনোদুনিয়ায় যা প্রচলিত, সেই ছকে বাঁধা ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়তে পেরে ভালো লেগেছে।”

[আরও পড়ুন: পেসমেকার বসল সব্যসাচীর, কেমন আছেন ‘ফেলুদা’?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement