Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

Cannes সাফল্য তো মুমতাজদেরও! অনসূয়া-পায়েলের স্তুতির মাঝেই মনে করালেন শ্রীলেখা

এবারের কান উৎসবে বাংলার এই মেয়েও নজর কেড়েছেন।

Sreelekha Mitra reminds Mumtaz Sorcar and Putul movie's Cannes achievement
Published by: Suparna Majumder
  • Posted:May 27, 2024 1:36 pm
  • Updated:May 27, 2024 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে এবারে ভারতীয়দের জয়জয়কার। ‘দ্য শেমলেস’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য ‘Un Certain Regard’ বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন অনসূয়া সেনগুপ্ত। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার জন্য গ্রাঁ প্রি জিতে নিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া। ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন দুজন। সারা ভারতে প্রশংসার বন্যা। তাতে কোনও আপত্তি নেই শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra)। বরং তিনিও বেশ খুশি। তবে এই স্তুতির মাঝে আরেক বঙ্গতনয়ার কথা মনে করিয়ে দিতে চান অভিনেত্রী-পরিচালক। তিনি মুমতাজ সরকার (Mumtaz Sorcar)।

Mumtaj-Sreelekha

Advertisement

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ও প্রযোজিত ‘পুতুল’ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন মুমতাজ। সেখানে আন্তর্জাতিক দর্শকদের দেখানো হয়েছে ছবিটি। পেয়েছে প্রশংসা। আবার রেড কার্পেটে হলুদ শাড়ি পরে নজর কেড়েছেন বাংলার অভিনেত্রী। সোশাল মিডিয়ায় সেই কথাই মনে করিয়ে দেন শ্রীলেখা। একই সঙ্গে বলেন নিজের ভেনিস সফরের কথা।

[আরও পড়ুন: IPL-এ শাহরুখের সাফল্যে ‘গাত্রদহ’ অমিতাভের! কাব্য মারানের কান্নায় কষ্টে বিগ বি]

এ বিষয়ে ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, “যাঁদের প্রতিভার কদর করতে আমরা ব্যর্থ হয়েছি তাঁরা অবাঙালি ও অভারতীয়দের কাছে স্বীকৃতি পেয়েছে, হ্যাঁ, এটা নিয়ে আমাদের অবশ্যই গর্ব হওয়া উচিত। কিন্তু এর পরও এটা ভোলা উচিত নয় যে আমাদের একান্ত আপন মুমতাজ সরকারের ‘পুতুল’ও কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এই বিষয়টা আমায় ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিসের কথা মনে করিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে গিয়েছেন তাই না… হ্যাঁ, তাইতো! এর সঙ্গে যোগ করেই বলতে চাই কান সম্পর্কে আমার অজ্ঞতা, পরবর্তীতে ক্ষমা সম্পর্কে কিছু বিভ্রান্তির তৈরি হয়েছে। মুমতাজের ছবির কান-এ প্রিমিয়ার হয়েছে তা প্রতিযোগিতায় ছিল না। তবে ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ প্রতিযোগিতায় ছিল। তবে এর পরও আমার বক্তব্য, আমরা কি নিজেদের প্রতিভার কদর বুঝি? ভালো পরিচালকদের মূল্যায়ন করি, তাঁদের নয়, যাঁরা অর্থ পেতে নায়িকাদের উপর নির্ভর করে আর তার ভিত্তিতেই হয় কাস্টিং।”  শ্রীলেখার এই পোস্টেই আবার মুমতাজের উত্তর, “বৃক্ষ তোমার নাম কী… ফলে পরিচয়…”

প্রসঙ্গত, আদিত্য বিক্রম সেনগুপ্তর পরিচালনায় ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ সিনেমায় অভিনয় করেন শ্রীলেখা মিত্র। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল ছবিটি। আবার এই ছবির জন্যই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে, মুমতাজ অভিনীত ‘পুতুল’ সিনেমা এমন শিশুদের গল্প, সমাজের অবহেলায় যাদের ঠিকানা রাস্তা। মুমতাজ ছাড়াও এই ছবিতে রয়েছেন তনুশ্রী শংকর, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, পাপিয়া রাও, ইন্দ্রনীল মুখোপাধ্যায়, প্রত্যুষা রোজলিন, ভেনেসা।

[আরও পড়ুন: ‘বাবা এবার তুমি খুশি তো?’, KKR জিততেই শাহরুখকে জড়িয়ে হাউহাউ করে কান্না সুহানার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement