Advertisement
Advertisement
Sreelekha Mitra

কুকুর ‘খুন’ কাণ্ডে ক্ষমা চাইলেন শশাঙ্ক! স্ক্রিনশট শেয়ার করে দাবি শ্রীলেখার

শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশটটি মিথ্যে বলে মন্তব্য শশাঙ্কের।

Sreelekha Mitra posts screenshot on scocial media claiming Shasanka apology | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 27, 2021 6:18 pm
  • Updated:August 27, 2021 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক দিন ধরেই দত্তক নেওয়া এক সারমেয়র মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই শোরগোলের মূলে রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা ও রেড ভলেন্টিয়ার শশাঙ্ক ভাবসর। যে সারমেয় দত্তক নেওয়ার জন্য শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) সঙ্গে ডেটে গিয়েছিলেন, তাকে খুন করেছেন শশাঙ্ক ভাবসর (Shasanka Bhavsar)। ফেসবুক ভিডিওয় এমনই অভিযোগ করেছিলেন পশুপ্রেমী দময়ন্তী সেন (Damayanti Sen)। এ ঘটনা নিয়ে সুদূর সুইজারল্যান্ড থেকে সোশ্যাল মিডিয়ায় মুখর হয়ে উঠেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই শ্রীলেখা-শশাঙ্ক তরজায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় কেউ কেউ শ্রীলেখার পক্ষ নিচ্ছেন আবার কেউ কেউ শশাঙ্কের পাশে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়াতেই নানা মতামত প্রকাশ করছেন নেটিজেনরা।

ঠিক এই বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ঘুরছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা গিয়েছে, গোটা ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন শশাঙ্ক ভাবসর। স্ক্রিনশটটি অন্য এক নেটিজেনের পেজ থেকে শেয়ার করেছেন অভিনেত্রী শ্রীলেখা।

Advertisement

[আরও পড়ুন: কুকুর খুনের অভিযোগ উঠতেই মার খেলেন শশাঙ্ক! কী প্রতিক্রিয়া Sreelekha Mitra’র?]

Sreelekha Mitra
এই পোস্টটিই শেয়ার করেছেন শ্রীলেখা।

কী লেখা ছিল এই পোস্টে?
শেয়ার হওয়া এই পোস্টের লেখা অনুযায়ী শশাঙ্ক স্বীকার করে নিয়েছেন শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার জন্য এবং কিছুটা জনপ্রিয়তার জন্য কুকুরছানাটি দত্তক নেন তিনি। তবে সঙ্গে এটাও স্বীকার করেছেন অবলা প্রাণীকে তিনিও ভালবাসেন আর তাই কুকুরছানাটিকে বাড়িতে আনেন। পোস্টের লেখা অনুযায়ী, শশাঙ্ক জানিয়েছেন, তাঁর ভুলবশত, বেখেয়ালের জন্যই কুকুরটি প্রাণ হারায়। আর তার জন্য তিনি মর্মাহত।

Sreelekha Mitra
শ্রীলেখার সঙ্গে কফি ডেটে শশাঙ্ক ভাবসর।

এই স্ক্রিনশটটি চোখে পড়তেই সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে যোগাযোগ করা হয় শশাঙ্কর সঙ্গে। শশাঙ্ক স্পষ্টই জানালেন, ‘এটা আমার পোস্ট নয়। গত দু’দিন ধরে আমি ফেসবুকে কোনওরকম পোস্টই করিনি!’ শশাঙ্কের বক্তব্য এবং এই স্ক্রিনশটের বিষয়ে প্রতিক্রিয়া জানতে শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করা হলে, অভিনেত্রী বলেন, “মিথ্যে কথা বলছে শশাঙ্ক। লেখার পর হয়তো এটা নিজের প্রোফাইল থেকে ডিলিট করেছে। এটা শশাঙ্কেরই লেখা।”

[আরও পড়ুন: ‘নিজের উদ্ধারকর্তা হও নিজেই’, Nusrat Jahan মা হওয়ার ঠিক আগেই ইঙ্গিতবাহী পোস্ট নিখিলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement