Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

Sreelekha Mitra: ‘প্রেমে কী দিলাম, আর কী পেলাম’, পাঞ্জাবি গানের সুরে ফ্যাশন ভিডিও পোস্ট শ্রীলেখার

ফ্যাশন ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন জিতে নিলেন অভিনেত্রী।

Sreelekha Mitra posted fashion video on facebook | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 28, 2021 3:44 pm
  • Updated:November 28, 2021 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন তাজা তরুণ হাওয়া। আর সে হাওয়ায় অনুরাগীদের মনে যেন রিফ্রেশ ক্লিক। অভিনেত্রী শ্রীলেখার (Sreelekha Mitra) নতুন অবতার দেখে ঠিক এমনভাবেই মুগ্ধ হলেন নেটিজেনরা। কখনও শাড়ি, কখনও ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাক। আবার কখনও বাহারি লহেঙ্গা। এক ফ্যাশন ভিডিওতে ঠিক এভাবেই ধরা দিলেন শ্রীলেখা। তবে এই ভিডিওতে শ্রীলেখার সাজের সঙ্গে মন কেড়েছে ভিডিওর আবহসঙ্গীতও। যা কিনা একটা পাঞ্জাবি গান। গানের কথাগুলোও এড়াতে পারেননি নেটিজেনরা। এই গানের কথায় উঠে এসেছে এক প্রেমের গল্প! আর শ্রীলেখা এই গানের মধ্য়ে দিয়েই নিজেকে ভালবাসার বার্তা দিলেন। 

গানটি গেয়েছেন লাল চন্দ ইয়ামলা জাট। যিনি পাঞ্জাবি লোকশিল্পী হিসেবে বহুল পরিচিত। গানটির কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘ভালবাসা আমায় কী দিয়েছে, আমার থেকে কী নিয়েছে একবার বল! আমাকে জিজ্ঞেস কর, প্রেমে কী দিলাম, কী পেলাম!’

Advertisement

Sreelekha Mitra have special post for her fans

[আরও পড়ুন: ‘খাব কম, কাজ করব বেশি!’ ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন বিধায়ক রাজ?]

এরকমই এক ভিডিও পোস্ট করে শ্রীলেখা লিখলেন, ‘আমি আমাকে এভাবেই ভালবাসি!’

শ্রীলেখার এই ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা শ্রীলেখার নতুন অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ।

সম্প্রতি হায়দরাবাদে এক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। গতকালই হায়দরাবাদ থেকে মুনমুন সেনকে পাশে নিয়ে সেলফি তুললেন শ্রীলেখা। সেই ছবি পোস্ট করে মুনমুন সেনকে সেরা সুন্দরী বলেছেন অভিনেত্রী। ফেসবুকে পোস্ট করে ‘নির্ভয়া’র অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার দেখা সেরা সুন্দরী। যিনি অন্তর ও বাহির দু’ক্ষেত্রেই সুন্দরী। অনেকেই জানেন না মুনদি দারুণ ছবি আঁকেন।’

 

[আরও পড়ুন: Katrina Kaif-Vicky Kaushal wedding: ক্যাটরিনার সঙ্গে বিয়ে হচ্ছে না! ভিকির দিদির মন্তব্যে শোরগোল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement