সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক আন্দোলনের ছবি শেয়ার করে এবার কট্টরপন্থীদের একহাত নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। দীনেশ জি গোপালনের ফেসবুক ওয়াল থেকে পোস্টটি শেয়ার করেছিলেন শ্রীলেখা। নিজের সেই পোস্টের ক্যাপশনে দীনেশ লিখেছিলেন, “লালকেল্লার বাইরে বিক্ষোভরত কৃষকদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ। এই পোস্ট যদি আপনাকে নাড়িয়ে না দেয় তাহলে কিছু একটা সমস্যা রয়েছে। প্রত্যেক পদক্ষেপে কৃষকদের পাশে আছি আমি।”
শ্রীলেখার শেয়ার করা এই পোস্টের প্রতিক্রিয়ায় নেটদুনিয়ার কয়েকজন নাগরিক হাসির ইমোজি ব্যবহার করেন। তাতেই ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। কমেন্ট বক্সে লেখেন, “এটা দেখেও কয়েকজনের হাসি পেল, আর এরা রক্ষা করবে দেশকে!” শ্রীলেখার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সৌরভ গোস্বামী নামের এক প্রোফাইল থেকে ব্যঙ্গ করে লেখা হয়, যাঁরা হাসির ইমোজি দিয়েছেন সকলেই হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। কিছুদিন আগেও লালকেল্লা মুঘল আক্রমণের চিহ্ন। এবার তা জাতীয় গর্ব হয়ে গিয়েছে। এর প্রেক্ষিতেই আবার শ্রীলেখা লেখেন, “অনেক আগেই বলেছিলাম রাজ্য আর এই দেশ ছেড়ে পালাতে চাই।”
বামপন্থায় বিশ্বাসী শ্রীলেখা মিত্র। একথা একাধিকবার বলেছেন। সোশ্যাল মিডিয়ায় মনের কথা বলতে কখনও কার্পণ্য করেন না অভিনেত্রী। এর জন্য একাধিকবার ট্রোল হতে হয়েছে টলিপাড়ার নায়িকাকে। প্রতিবার পালটা জবাব দিয়েছেন শ্রীলেখা। এবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে, পেশাগত জীবনে নিজের ‘বিটার হাফ’-এর শুটিং শুরু করেছেন শ্রীলেখা। আবার পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম ওয়েব অরিজিন্যাল ‘দ্য ইনসাইড জব’-এ অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও রেমো। এবার সাইবার ক্রাইমের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন পরিচালক শিলাদিত্য। যেখানে শ্রীলেখা মিত্র অভিনয় করেছেন সাইবার ক্রাইমের শিকার হওয়া চরিত্রের মায়ের ভূমিকায়।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.