Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

আলমারি খালি করে পোশাক নিলাম করবেন শ্রীলেখা! হঠাৎ এমন কেন সিদ্ধান্ত অভিনেত্রীর?

নিলামের আসল কারণ নিজেই জানালেন শ্রীলেখা।

Sreelekha Mitra is about to put her clothes in Auction | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2022 7:00 pm
  • Updated:September 8, 2022 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই এখন পুজোর শপিং করতে ব্যস্ত। অনেকেই প্ল্যান করে ফেলেছেন পুজোর কটা দিন কী পোশাক পরবেন। অনলাইন হোক বা শপিংমলে গিয়ে অনেকেই শপিং করছেন। কিন্তু সবার থেকেই বরাবরই হটকে থাকা অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra ) প্ল্যানিংটাও  একেবারে আলাদা। শ্রীলেখা বরং আলমারি খালি করে নিলাম করতে চান তাঁর উদ্বৃত্ত পোশাক। তাই তো বৃহস্পতিবার আলমারি থেকে সব পোশাক বার করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন শ্রীলেখা। আর সঙ্গে লম্বা পোস্ট।

ব্যাপারটা কী?

Advertisement

শ্রীলেখা তাঁর ফেসবুকে লিখলেন, ”অনেক ভেবে দেখলাম। এতো জামা কাপড়ের আমার আর প্রয়োজন নেই। কিছু কিছু নিলাম করব। কেমন হবে? একবার পরা, একবারও না পরা, অনেক ড্রেস, শাড়ি আছে। যে টাকাটা উঠবে (যদি ওঠে) সেটা দিয়ে চার পেয়ে বাচ্চাগুলোর জন্য একটা ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও। কিছু পোশাক স্বপ্নের পাঠশালাকে দিচ্ছি।”

বরাবরই পশুপ্রেমিক শ্রীলেখা। যখনই সুযোগ পান নিজের মতো করে পথপশুদের পাশে দাঁড়ান তিনি। পুজোর আগে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। নেটিজেনদের কথায়, শ্রীলেখার এই উদ্যোগ সত্যিই অসাধারণ। অভিনেত্রী শ্রীলেখাও এই উদ্যোগে সবাইকে পাশে চাইছেন।

[আরও পড়ুন: রিলিজের আগে বক্স অফিসে বাজিমাত! অগ্রিম বুকিংয়েই ১৮ কোটির ব্যবসা ‘ব্রহ্মাস্ত্র’র]

সম্প্রতি নিজের জন্মদিনে পার্টি করায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছিলেন শ্রীলেখা। বরাবরই ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত শ্রীলেখা সেই কটাক্ষের জবাবও দেন নিজের মতো করে। তবে এখন আর এসবে থাকতে চান না তিনি। বরং জীবনে এমন কিছু করতে চান তিনি যা কিনা পজিটিভ ভাইব নিয়ে আসবে। ঠিক যেমন অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনা ও প্রযোজনা। যা কিনা তাঁর অনুরাগীদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।

[আরও পড়ুন: ফের বড়পর্দায় ফিরছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’, মুখ্য ভূমিকায় জিতু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement