সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালনায় এসে প্রথমেই তৈরি করেছেন ‘বিটার হাফ’। সম্পর্কের কাহিনি। তারপরই নতুন ছবির কাজে হাত দিয়েছিলেন। দ্বিতীয় ছবিতে নিজের ছোট পিসি তপতী দাসকে ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে নিয়ে আসছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলি অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chattopadhyay)। শনিবারই ফেসবুকে দু’জনের ছবি শেয়ার করে সেকথা জানান শ্রীলেখা।
ছবিতে অমৃতার মায়ের চরিত্রে অভিনয় করবেন তপতী দাস (Tapati Das)। শ্রীলেখা মিত্রর ছবির কাহিনি শুনেই পছন্দ হয়েছিল তাঁর। প্রস্তাব পেতেই অভিনয়ে সম্মতি জানিয়েছেন। তপতী দেবীর অভিনয়ের অভিজ্ঞতাই নেই। গ্রুমিং সেশন করেই ছোট পিসিকে ক্যামেরার সামনে দাঁড় করাবেন পরিচালক শ্রীলেখা। সংবাদ প্রতিদিনের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে তিনি জানান, ছোট পিসির অভিনয়ের অভিজ্ঞতা নেই ঠিকই কিন্তু বাস্তব জীবনের অভিজ্ঞতা রয়েছে। পিসি এবং বাবার জীবনের একাকীত্ব থেকেই নতুন ছবির গল্প লেখার অনুপ্রেরণা পেয়েছেন শ্রীলেখা। আর এ কাহিনি সকলের সামনে তুলে ধরতে চান তিনি।
নতুন ছবির নাম এখনও ঠিক হয়নি। আগে প্রি প্রোডাকশনের কাজ গুছিয়ে তারপর শুটিং শুরু করবেন শ্রীলেখা। আরও কিছু চেনা মুখ দেখা যেতে পারে পরিচালক শ্রীলেখা মিত্রর নতুন ছবিতে। কিন্তু সেই নাম এখনও জানাতে চাননি তিনি। সঠিক সময় হলেই সেগুলো জানাবেন বলেই আশ্বাস দেন পরিচালক। ছবিতে শ্রীলেখা নিজে কি অভিনয় করবেন? তেমন ইচ্ছে আপাতত তাঁর নেই। তবে একটি অতিথি শিল্পীর চরিত্র রয়েছে। একান্ত প্রয়োজন হলে তবেই সে বিষয়ে ভেবে দেখবেন বলে জানান শ্রীলেখা। আপাতত পরিচালক অংশুমান প্রত্যুষের আগামী ছবিতে অভিনয় করছেন তিনি। সেই ব্যস্ততার ফাঁকে নিজের পরিচালিত ছবির চিত্রনাট্যের কাজ এগোচ্ছেন। এবার পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাই তৈরি করবেন শ্রীলেখা। পুজোর পরে বা আগামী শীতে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে তাঁর। কলকাতার পাশাপাশি শহরতলিতেও আউটডোর শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.