ছবি: ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে বারাকপুর লোকসভা কেন্দ্রে ছিল বামেদের দাপট। তড়িৎ বরণ তোপদারের হাত ধরে দীর্ঘ কুড়ি বছর সেখানে সিপিআইএম শাসন বজায় থেকেছে। তবে এখন বাংলা ‘রক্তশূন্য’ হওয়ার পাশাপাশি বারাকপুরের লাল রংও ফিকে! গিয়েছে সেই রাজত্ব, রাজাও নেই! পরিত্যক্ত সেই সাম্রাজ্যেই আরেকবার লাল নিশান ওড়াতে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছেন দেবদূত ঘোষ। চব্বিশের লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবদূত (Debdut Ghosh)। তাঁর হয়েই বুধবার প্রচারে গিয়েছিলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
শ্রীলেখা বরাবরই বামপন্থী মনোভাবাপন্ন। একুশের বিধানসভা ভোটের সময়ে বামেদের হয়ে ভোটপ্রচারের ময়দানে প্রায়শই দেখা গিয়েছিল তাঁকে। চলতি ভোটের আবহে বিরোধী দুই শিবির যখন গ্ল্যামারাস প্রচার চালাচ্ছে রাজ্যজুড়ে, তখন শ্রীলেখা গেলেন বারাকপুরে দেবদূত ঘোষের হয়ে প্রচার করতে। বুধবার হুডখোলা জিপে বামেদের তারকাপ্রার্থীর হয়ে জোরদার প্রচার চালালেন অভিনেত্রী।
সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীলেখার বার্তা, “৫০০ এবং ১০০০ টাকার লোভে বিবেক বিসর্জন দেবেন না।” বারাকপুরের পিচে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূলের পার্থ ভৌমিকের বিরুদ্ধে কঠিন লড়াই দেবদূত ঘোষের। দিন বদলের ডাক কতটা সার্থক হবে? তার প্রমাণ মিলবে ভোটবাক্সে। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ থেকে তৃণমূলের অরূপ বিশ্বাস এবং বিজেপির বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে বামেদের তরফে লড়েছিলেন দেবদূত। তবে জিততে পারেননি। ভোট ময়দানের রিপোর্ট বলছে, এবারেও জেতার আশা ক্ষীণ। তবুও বারাকপুরে বাম রাজত্ব ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন টালিগঞ্জের অতিপরিচিত অভিনেতা দেবদূত ঘোষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.