Advertisement
Advertisement

Breaking News

Sreeleela

বিয়ের আগেই সন্তানসুখ! মা হলেন কার্তিকের ‘প্রেমিকা’ শ্রীলীলা

বিয়ের আগেই তিন সন্তানের জননী শ্রীলীলা। কীভাবে?

Sreeleela Welcomes Baby Girl Into Her Life
Published by: Sandipta Bhanja
  • Posted:April 28, 2025 9:43 pm
  • Updated:April 28, 2025 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে সরগরম বিনোদুনিয়া। ‘পুষ্পা ২’ খ্যাত নায়িকার অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়! উপরন্তু অনুরাগ বসুর পরবর্তী রোম্যান্টিক সিনেমায় শ্রীলীলাকে দেখা যাবে শুনে কাশ্মীর থেকে কন্যাকুমারী মজেছেন এই নায়িকাকে নিয়ে। এমন আবহেই খবর, বিয়ের আগেই সন্তানসুখ লাভ করেছেন শ্রীলীলা! নিজের কন্যাসন্তানের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আসলে শ্রীলীলার এক পোস্ট থেকেই তাঁর মা হওয়ার জল্পনার সূত্রপাত। যেখানে অভিনেত্রী শিশুকন্যার সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার মনে তোমায় স্বাগত।’ অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু ব্যাপারটা কী? জানা যায়, শ্রীলীলা আসলে ওই শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। এই অবশ্য প্রথম নয়। বছর দুয়েক আগেই দুজন খুদেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন অনাথ আশ্রম থেকে।

২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন শ্রীলীলা। সেখান থেকেই দু’জন শিশুকে দত্তক নেন তিনি। গুরু নামে এক পুত্রসন্তান এবং শোভিতা নামে এক শিশুকন্যার খোঁজ পান সেখান থেকে। দু’ জনেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু। আর এপ্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, আসলে ওদের দেখে বড় মায়া হয়েছিল। মনে হয়েছিল, দত্তক নিতে পারলে ওদের ভালো হবে। এমন অনুভূতি থেকেই গুরু এবং শোভিতাকে দত্তক নেওয়া শ্রীলীলার। এবার তাঁর পরিবারে যোগ হল আরেক সদস্য। আরেকজন শিশুকন্যাকে দত্তক নিলেন অভিনেত্রী। আর শ্রীলীলার এহেন উদ্যোগ দেখেই নেটপাড়া তাঁকে কুর্নিশ জানিয়েছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreeleela (@sreeleela14)

এদিকে শ্রীলীলার সঙ্গে কার্তিক আরিয়ানের প্রেমের গুঞ্জন তুঙ্গে! সম্প্রতি অভিনেতার পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দেখা যায় নায়িকাকে। যত আলোচনার শুরুয়াত সেখান থেকেই। সোশাল মিডিয়ায় নায়ক-নায়িকার সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা গিয়েছে, কার্তিকের পরিবারের সকলের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন শ্রীলীলা। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন কার্তিক নিজেও। সম্প্রতি উত্তরবঙ্গেও শুটের মাঝে শ্রীলীলার সঙ্গে ছবি দিয়ে কার্তিক লিখেছিলেন- “তুমিই আমার জীবন।” ছবিতে দেখা যায়, শুটের ফাঁকে চা বাগানের মাঝে বসে যুগলে। লাজে রাঙা শ্রীলীলা। কার্তিক মুগ্ধ নয়নে চেয়ে রয়েছেন তাঁর দিকে। সেখানেই কি তাঁদের প্রেম জমল? অনুমান তেমনই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub