সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগ বসুর পরবর্তী রোম্যান্টিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত কার্তিক-শ্রীলীলা। বিগত তিন সপ্তাহ ধরেই ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। সম্প্রতি শুটের অবসরে গ্যাংটকের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের আমন্ত্রণে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বলিউড তারকারা। এবার ‘আশিকি থ্রি’র শুটিংয়ের জন্য জমে উঠেছে শৈল শহর। এমনিতেই বাংলা বর্ষশেষে পর্যটকদের ভিড়ে জমজমাট দার্জিলিং। আর সেখানেই ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ অনুরাগের ফ্রেমে একের পর এক রোম্যান্টিক শট দিয়ে চলেছেন কার্তিক-শ্রীলীলা। তার মাঝখানেই ঘটল এক বিপত্তি!
‘পুষ্পা ২’-এর ‘কিশিক’ খ্যাত শ্রীলীলাকে দেখে মারাত্মক শোরগোল। ভিড় উপচে পড়েছিল শুটিং লোকেশনে। সেই ভিড়ের মধ্যেই নিরাপত্তাবেষ্টনী টপকে পুরুষ ভক্তদের কেউ শ্রীলীলার হাত ধরে টানল, কেউ বা নায়িকার গা ঘেঁষে প্রায় হামলে পড়ে সেলফি তুলতে ব্যস্ত। ভিড় ঠেলে চলতে গিয়ে প্রায় বেগ পেতে হচ্ছে কার্তিক আরিয়ানকেও। অভিনেতা একবার পিছন ফিরে লক্ষ্য করলেন, শ্রীলীলা তাঁর পাশে নেই। ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড়! একাংশের কথায়, ‘এত ভিড়ে তো সাধারণ মানুষেরও চলতে অসুবিধে হয়। আর মেয়েদের জন্য নিরাপত্তার কোনও কড়াকড়ি নেই? এ কেমন পরিস্থিতি?’ এমন অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। কেউ কেউ আবার ভাইরাল ভিডিও দেখে কটাক্ষ করে লিখলেন, ‘মহিলাদের নিত্যদিন এগুলোর সম্মুখীন হতে হয়।’ যদিও তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়লেও ‘আশিকি ৩’ ছবির প্রোডাকশন টিম এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
This is scary, the way Sreeleela got dragged is so unsafe.
The Bouncers should have protected her better. Even normal girls can’t walk in such crowded situations, she is a famous actress. #Sreeleela #KartikAryan pic.twitter.com/bj7izx5jaR
— Redditbollywood (@redditbollywood) April 6, 2025
দিন কয়েক আগেই সিকিমে শুটিং করতে গিয়ে অনুরাগীদের ভিড়ে প্রায় চিড়েচ্যাপ্টা হতে হয়েছিল কার্তিক আরিয়ানকে। যদিও দার্জিলিঙের মতো জনঅরণ্য সেখানকার শুটিং লোকেশনে দেখা যায়নি। এবার দার্জিলিঙে শুটিং করতে গিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হল শ্রীলীলাকে। সম্প্রতি গ্যাংটকে কার্তিক আরিয়ানের শুটিংয়ের এক দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বেশ শোরগোল শুরু হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে গান গাওয়ার মাঝে আচমকাই গিটার দিয়ে এক ভক্তকে বেধড়ক মার মারেন অভিনেতা। কার্তিকের এহেন কীর্তিতে শোরগোল পড়ে যায় স্বাভাবিকভাবেই। পড়ে জানা গেল, চিত্রনাট্য অনুযায়ী এটা নাকি শুটিংয়েরই এক অংশ। এদিকে সিকিমে শুটিংয়ের মাঝে আধ-আধভাবে নেপালি ভাষাতেও কার্তিক, অনুরাগের কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.