সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ফের ট্রোলড শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এবার করোনা টিকা (Corona Vaccine) নেওয়ার ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। কেউ দিলেন মাস্ক পরার পরামর্শ, কেউ আবার ছবি পোস্ট করে লাভ কী হবে? সেই প্রশ্ন তুললেন।
সদ্য ছেলে অভিমন্যু ও হবু বউমা দামিনীকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন শ্রাবন্তী। শোনা যায়, সেই ট্যুরে নাকি শ্রাবন্তীর সঙ্গে ছিলেন অভিরূপ নাগ চৌধুরী। অভিরূপ ও শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম টলিপাড়া। সে যাই হোক, শনিবার হাসিমুখেই কোভিড (COVID-19) টিকা নিয়েছেন শ্রাবন্তী। তারপর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “টিকা নিলাম…আমাদের সমাজের নিরাপত্তা ও উন্নতির জন্য প্রত্যেকের টিকা নেওয়া উচিত।”
শ্রাবন্তীর এই পোস্টেই একজন লেখেন, “ছবি না দিলে কি ভ্যাকসিন কাজ করবে না?” আবার একজন অভিনেত্রীকে মনে করিয়ে দেন, টিকা নেওয়ার পরও মাস্ক পরা বাধ্যতামূলক। অভিনেত্রীকে অবিলম্বে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়।
ট্রোল সংস্কৃতি যেন রোজনামচা গিয়েছে। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। এর আগে কনের সাজে ছবি পোস্ট করে ট্রোলড হয়েছিলেন শ্রাবন্তী। “চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি অভিনেত্রী?”, “আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই”, এমন মন্তব্যও করা হয়। আবার ভাইরাল হওয়া ‘কাকলি ফার্নিচার’-এর উদাহরণ দিয়ে একজন আবার লেখেন, “দামে কম মানে ভাল শ্রাবন্তী ফার্নিচার।”
এর আগে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয়ে নিজের জীবনের কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন শ্রাবন্তী। জানিয়েছিলেন, কষ্টের কথা ভাবলে একান্তে তাঁর চোখ দিয়ে জল পড়ে। “মানুষ তো! কষ্ট তো হয়!” বলেছিলেন শ্রাবন্তী। কেউ তাঁকে বোঝার চেষ্টা করেননি বলে অভিযোগ করেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.