Advertisement
Advertisement
Naihati Boroma Puja

শতবর্ষে বড়মার পুজো, ব্যস্ত শিডিউলেও মায়ের টানে নৈহাটিতে হাজির শ্রাবন্তী-শ্রুতিরা

আমজনতার পাশাপাশি দেবী দর্শনে পৌঁছে গিয়েছেন টলিপাড়ার তারকারাও।

Srabanti Chatterjee, Shruti Das visits Naihati Boroma Puja | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 12, 2023 7:27 pm
  • Updated:November 12, 2023 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শতবর্ষে নৈহাটির বড়মার পুজো। সেই উপলক্ষেই কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে এবছর। সাজো সাজো রব গোটা নৈহাটি জুড়ে। ইতিমধ্যেই পুণ্যার্থীদের ঢল নেমেছে বড়মাকে দেখতে। আর আমজনতার পাশাপাশি দেবী দর্শনে পৌঁছে গিয়েছেন টলিপাড়ার তারকারাও।

শনিবার নৈহাটিতে মায়ের চক্ষুদানের পর সন্ধ্যাতেই সোনার অলংকার পরানো হয়। আর ঠিক সেদিনই বড়মার দরবারে হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অভিনেত্রীর দেবী দর্শনের সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন প্রযোজক রানা সরকার। পাশাপাশি শ্রাবন্তী নিজেও ভক্তদের ভিড়ের ছবি শেয়ার করেছেন। সেসব ছবি ভিডিওতেই টলিউড নায়িকার উচ্ছ্বাস ধরা পড়ল। প্রযোজক রানা সরকারের মুখেও বড়মার জয়ধ্বনি।

Advertisement

এদিন বড়মার দর্শন করতে গিয়েছিলেন টেলিদর্শকদের প্রিয় রাঙা বউ শ্রুতি দাসও। অভিনেত্রী বলছেন, “প্রথম দেখায় সব ভুলে গেছি, মাকে কি বলতে,কি করতে গেছিলাম। শুধু দুচোখ ভরে দেখে এসেছি। জয় বড়মা” স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারকে সঙ্গে নিয়েই দেবীদর্শন সেরে এসেছেন অভিনেত্রী। বিয়ের পর প্রথম কালীপুজো একসঙ্গে। রং মিলান্তি পোশাকেও ধরা দিলেন শ্রুতি-স্বর্ণেন্দু। আর সেসব মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন জুটিতে।

[আরও পড়ুন: মেয়ে লক্ষ্মীর ‘বরপুত্রী’! দীপাবলিতেই দেবীর প্রথম জন্মদিন, আপ্লুত বিপাশা কী বলছেন?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

[আরও পড়ুন: ‘কালীপুজো কেড়ে দিওয়ালি ঘাড়ে চাপাবে, জাগো বাঙালি’, বার্তা অনুপমের]

প্রসঙ্গত, রবিবার রাত ১২টায় শুরু হবে বড়মার পুজো। তারপর রীতি মেনে নৈহাটির অন্যান্য কালীপুজো শুরু হবে। পুজো কমিটির অনুমান, শতবর্ষে অন্যান্য বারের ভক্তদের সব রেকর্ড ভেঙে যাবে। দণ্ডি কাটবেন ১৫ হাজারের বেশি মানুষ। আজ রবিবার থেকে চারদিন বন্ধ থাকবে বড়মার নবনির্মিত মন্দির। আর বড়মার টানেই এবার নৈহাটিতে পৌঁছে গিয়েছিলেন শ্রাবন্তী, শ্রুতিরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement