Advertisement
Advertisement

Breaking News

Srabanti Chatterjee

Srabanti Chatterjee: বাথটবে লাস্যময়ী লুকে শ্রাবন্তী, ‘ছবি কে তুলল?’ প্রশ্ন নেটিজেনের

ভেজা শরীরে যেন আগুন ঝরিয়েছেন অভিনেত্রী।

Srabanti Chatterjee posted hot picture on social media | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 16, 2022 2:06 pm
  • Updated:January 20, 2022 5:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের সকালে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ভেজা শরীরে বাথটবে স্নান করার ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তাতেই সরগরম নেটদুনিয়া। ‘ছবি কে তুলল?’, এই প্রশ্নই তোলা হয়েছে। 

সিনেমা ছাড়াও নানা কারণে সোশ্যাল মিডিয়ার চর্চায় থাকেন শ্রাবন্তী। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও রাজনৈতিক সক্রিয়তা, অভিনেত্রীকে নিয়ে আলোচনা-সমালোচনা চলতেই থাকে। তাতে অবশ্য বিশেষ কান দেওয়ার পক্ষপাতী নন নায়িকা। নিজের মতো করে বাঁচায় বিশ্বাসী তিনি। আবার প্রয়োজনে ক্যামেরার সামনে সাহসী হতে কার্পণ্য করেন না। 

Advertisement

Srabanti

[আরও পড়ুন: Tsunami: জেগে উঠেছে সমুদ্রগর্ভের ‘ঘুমন্ত দানব’, সুনামির আশঙ্কায় কাঁটা আমেরিকা-রাশিয়া-সহ একাধিক দেশ]

রবিবার সকালে নিজের বাথটবে স্নানরত ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী। মাথার চুল পিছমোড়া করে বাঁধা। চুলের কিছু অংশ আবার কানের পাশ দিয়ে পরম যত্নে উন্মুক্ত ঘাড়ের কাছে নেমে এসেছে। প্রায় ন্যুড মেকআপে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভেজা শরীরের বেশিরভাগটাই সাদা ফেনা দিয়ে ঢাকা। 

ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন “ফ্রেশ মর্নিং”। তাতেই নেটদুনিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। অনেকেরই নায়িকার এই হট বাথটব লুক বেশ পছন্দ হয়েছে। ভালবাসার চিহ্নের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা।  “তুমি যে কতটা সুন্দর তা হয়তো নিজেও জানো না”, এমন মন্তব্য করা হয়েছে। আবার ‘ছবি কে তুলল’, সে প্রশ্নও তোলা হয়েছে। 

Reaction on Srabanti Chatterjee's picture

উল্লেখ্য, এক সময় তৃণমূল (TMC) ঘনিষ্ঠ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে একুশের ভোটের (West Bengal Election) আগেই গত পয়লা মার্চ গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থীও হন। বিপক্ষে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল নেতা। তাঁর কাছে বিপুল ভোটে পরাজিত হন শ্রাবন্তী। তারপর থেকে আর বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি অভিনেত্রীকে। শেষমেশ গত বছরের নভেম্বরে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী। আপাতত অভিনয়েই মন দিতে চান তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নানা রকমের মনোগ্রাহী ছবি ও ভিডিও আপলোড করেন শ্রাবন্তী।  

Actress Srabanti

[আরও পড়ুন: ‘ব্লাউজ পরে আসুন’, অন্তর্বাস পরে আসায় বিমানে উঠতে পারলেন না প্রাক্তন মিস ইউনিভার্স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement