Advertisement
Advertisement
Srabanti Chatterjee

শ্রাবন্তীর শিবরাত্রি, মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী, দেখুন ভিডিও

'সত্যম, শিবম, সুন্দরম...'।

Srabanti Chatterjee celebrates Maha Shivaratri

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:March 9, 2024 5:30 pm
  • Updated:March 9, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে নীল শাড়ি। কপালে রং মিলান্তি টিপ। কানে ঝোলা দুল। গয়নার আতিশয্য নেই! শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) যেন স্নিগ্ধ সুন্দরী। শুক্রবার রাতে শিবরাত্রি পালন করতে মন্দিরে ছুটলেন অভিনেত্রী। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।

শ্রাবন্তীকে দেখা গেল নিষ্ঠা মেনে শিবরাত্রির ব্রত পালন করতে। শিবলিঙ্গে জল ঢেলে, ফুল-বেলপাতা দিয়ে নিয়ম মতো পুজো করলেন অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শিবব্রত পালনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অভিনেত্রীর ধর্মকর্ম নিয়ে অনুরাগীরা প্রশংসা করলেও, নিন্দুকরা কিন্তু তাঁর তিনবার বিয়ে ভাঙার কথা উল্লেখ করে কটাক্ষ করেছেন। কারও প্রশ্ন, ‘এটা কি চতুর্থবার বিয়ের প্রস্তুতি?’ কেউ বা কটাক্ষ করলেন, ‘এবার মহাদেবও বিরক্ত হবেন।’ তবে ট্রোলকে কোনও দিনই পাত্তা দেননি তিনি।

Advertisement

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পাখির চোখ এখন ‘দেবী চৌধুরানী’। সেই ছবির শুটিং গত জানুয়ারি মাসে শুরু হয়েছে। ডাকাত রানির লুকে ধরাও দিয়েছেন অভিনেত্রী। যেখানে কখনও শ্রাবন্তীকে গলায় রুদ্রাক্ষ পরে কপালে তিলক কেটে হাতে তীর-ধনুক নিয়ে রণং দেহি মেজাজে দেখা গিয়েছে। আবার কখনও বা ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার আগে শান্তশিষ্ট সরল গৃহবধূর অবতারে ধরা দিয়েছেন। শ্রাবন্তীর লুক প্রকাশ্যে আসতেই এই সিনেমা নিয়ে অনুরাগীদের উন্মাদনা স্বাভাবিকভাবেই বেড়ে দ্বিগুণ হয়েছে।

[আরও পড়ুন: মোদি সাক্ষাতে সপ্তম স্বর্গে রুপালি গঙ্গোপাধ্যায়, ‘শিবের কৃপাতেই’ লোকসভার প্রার্থী?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

প্রেম-বিয়ে, বিচ্ছেদের জেরে একাধিকবার শ্রাবন্তী সংবাদের শিরোনামে এসেছেন। তবে কাজ থামিয়ে রাখেননি। কারণ অভিনেত্রী যে জীবনে খুশি থাকার মন্ত্রে বিশ্বাসী, তা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন।

[আরও পড়ুন: আম্বানির বাড়ি থেকে ফিরেই ঋতাভরীকে ব্যাগ ভর্তি উপহার পাঠালেন দীপিকা, উচ্ছ্বসিত টলি নায়িকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement