Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal

জন্মদিনে জিতু কমলকে শুভেচ্ছা শ্রাবন্তীর, নবনীতা কি উইশ করলেন?

গুঞ্জনে রয়েছে শ্রাবন্তীর সঙ্গে জিতুর বিশেষ বন্ধুত্বের খবর।

Srabanti Birth Day wish to Jeetu Kamal| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 28, 2023 6:13 pm
  • Updated:August 28, 2023 6:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবনীতার সঙ্গে বিচ্ছেদ। আর তারপর থেকেই বার বার খবরের শিরোনামে অভিনেতা জিতু কমল। কখনও তাঁর সোশ্য়াল মিডিয়া পোস্ট নিয়ে। কখনও আবার টলিপাড়ার গুঞ্জন শ্রাবন্তীর সঙ্গে বিশেষ বন্ধুত্ব। সোমবার জন্মদিনেও সেই গুঞ্জনে পারদ পড়ল। জিতু কমলকে ইনস্টাগ্রামে শ্রাবন্তী জন্মদিনের উইশ করতেই হইচই। নিন্দুকরা ঠিক এই উইশ নিয়ে শুরু করে দিলেন গুঞ্জন। অনেকে তো সোজা সাপটা লিখে বসলেন, শ্রাবন্তী তো উইশ করলেন, নবনীতা চুপ কেন!

ইনস্টাগ্রামে শ্রাবন্তী লন্ডন সফরের একটা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, সিঁড়ির উপর বসে আছেন জিতু কমল। আর দাঁড়িয়ে রয়েছেন শ্রাবন্তী। সেই ছবি পোস্ট করেই জিতুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

Advertisement

প্রসঙ্গত, নবনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি জিতু কমল। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতবাহী পোস্ট করতে দেখা গিয়েছে জিতুকে। আর এবার নতুন পোস্টে মানসিক শান্তির বার্তা দিলেন অভিনেতা। শব্দ ধার করলেন দালাই লামার থেকে। জিতু লেখেন, ‘কারও ব্যবহারে নিজের মানসিক শান্তি বিঘ্নিত কর না।’ তা হঠাৎ এমন কেন লিখলেন জিতু? এই পোস্টের মধ্য়ে দিয়ে কি নবনীতাকে বিঁধলেন জিতু? সে ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন জিতু।

[আরও পড়ুন: পুজোর গেমচেঞ্জার হচ্ছে ‘রক্তবীজ’? রিলিজের ৭২ ঘণ্টা পরেও ট্রেন্ডিং রুদ্ধশ্বাস টিজার]

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।।।” তবে জিতুর এই মেসেজ একেবারেই কপি করা, সেটাও জিতু জানিয়েছেন এই পোস্টে।

জিতু কমলের সঙ্গে ছবি পোস্ট করে নবনীতা লিখেছিলেন, ”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।

নবনীতা জানিয়ে ছিলেন, ‘এই বিষয়টাকে নিয়ে কীভাবে রিয়্যাক্ট করা উচিত আমি জানি না। বুঝতে পারছি না কী বলা উচিত। তিনমাস ধরেই আলাদা ছিলাম। অনেক ক্ষেত্রেই মতের মিল হচ্ছিল না। জিতুর সমস্যা হচ্ছিল কিনা জানি না। আমার হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিলাম।’

সম্প্রতি জিতুর সঙ্গে লন্ডনও ঘুরে এসেছেন। সেই ছবি দেখেছে অনুরাগীরাও। তবে হঠাৎ এমন কী হল যার জন্য এমন সিদ্ধান্ত? নবনীতার কথায়, এই সিদ্ধান্তের আগে লন্ডন ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল। বাতিল করিনি ট্রিপটা। আমার প্রথম বিদেশ ট্রিপ ছিল।

২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির পর সত্যজিৎ রূপে জিতুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নবনিতা। এরকম একটা মিষ্টি সম্পর্কে হঠাৎ কী হল? নবনীতা মুখ খুললেও, মুখ খোলেননি জিতু।

[আরও পড়ুন:‘পাঠান’-এর শাপমোচন! এবার ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement