সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডি পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ হয় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের। সেই ছবি সুজয়প্রসাদের সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপর থেকেই জল্পনার সুত্রপাত।
দিল্লির একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন সুজয়প্রসাদ। সেখানে তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘হোম’ প্রদর্শিত হয়েছে। সেই উৎসবেই দেখানো হয়েছে হিন্দি এন্থোলজি ‘মাই মেলবোর্ন’- যে ছবি পরিচালনা করেছেন ওনির, কবির খান, রিমা দাস এবং ইমতিয়াজ আলি। নিজেদের ছবির প্রচারে দিল্লির উৎসবে হাজির ছিলেন এই নামি বলিউডি পরিচালকরাও। সেই সুবাদেই ইমতিয়াজের সঙ্গে দেখা হয় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের।
সূত্র মারফত জানা গিয়েছে ,শুধু দেখা নয় তাদের মধ্যে কথপোকথনও হয়েছে। তবে কি তাঁরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে চলেছেন? কি নিয়ে কথা হল তাঁদের? সুজয়প্রসাদের অন্যতম পছন্দের পরিচালক ইমতিয়াজ আলি। আর অন্যদিকে কলকাতা ইমতিয়াজের পছন্দের শহর। তবে দুজনেরই প্রিয় বিষয় সিনেমা। অতএব তাঁদের মধ্যে যে সিনেমা নিয়ে কথা হয়েছে সেটা সহজেই অনুমান করা যায়। কিন্তু নতুন কোনও কাজের কথা হয়েছে কিনা তা অবশ্য নিজের সমাজমাধ্যমে প্রকাশ করেননি সুজয়প্রসাদ। ভবিষ্যতে তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যাবে কিনা সে প্রশ্ন অবশ্য থেকেই গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.