সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বেলাশুরু’ (Belashuru) ছবির মধ্যে দিয়ে ফের যেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তকে আরও কাছে পেলেন তাঁদের অনুরাগীরা। যে জুটি ‘বেলাশেষে’ ছবিতে মন ভরিয়েছিল, সেই জুটিই ‘বেলাশুরু’তে সেই ভাললাগাকে আরও তিনগুণ করে তুললেন। তফাৎ শুধু ‘বেলাশেষে’ ছবির সময়, তাঁরা দুজনেই আমাদের মধ্যে ছিলেন, ‘বেলাশুরু’তে তাঁরা শুধুই সিনেমার পর্দায়।
নন্দিতা রায় ও শিবপ্রসাদের এই ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে। শুধু ব্যবসার অঙ্কে নয়, দর্শক এই ছবিকে মনের কাছে টেনে নিয়েছেন। মানুষের মনের কাছাকাছি আরও বেশি করে পৌঁছনোর জন্য এবার অভিনব পন্থা নিলেন শিবপ্রসাদ ও নন্দিতা। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমাহলের সঙ্গে হাত মিলিয়ে এবার বিশেষ প্রদর্শনীর বন্দোবস্ত করলেন এই পরিচালক জুটি। এই প্রদর্শনীতে থাকবে ‘বেলাশুরু’তে ব্যবহার করা সৌমিত্র চট্টোপাধ্যায়ের টাইপরাইটার, ডায়রি। থাকবে সেই চিরুণিও যেটা দিয়ে সোহাগে আদরে স্বাতীলেখার চুল আঁচড়ে দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। এই প্রদর্শনীতে থাকবে স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) ব্যবহৃত বেশ কিছু শাড়িও। যা তিনি পরেছিলেন ‘বেলাশুরু’ ছবিতে। দেখা যাবে স্বাতীলেখাকে লেখা অমিতাভ বচ্চনের চিঠিও।
কলকাতা শহরে এরকমটা ঘটছে প্রথমবার। এর আগে কোনও ছবির সঙ্গে জড়িত অভিনেতাদের ব্যবহার করা জিনিসপত্র নিয়ে এরকম প্রদর্শনী হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধ ও বৃহস্পতিবার নবীনা সিনেমাহলে হবে এই প্রদর্শনী। এই প্রদর্শনীর জন্য আলাদা করে টিকিট লাগবে না। যারা সিনেমা দেখতে আসবেন তাঁরা যেমন দেখতে পাবেন, তেমনি শুধু প্রদর্শনীও দেখার জন্য আসতে পারেন যে কেউ। তাঁদেরও আলাদা করে কোনও টিকিট কাটতে হবে না। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে নবীনা সিনেমাহলের কর্ণধারকে ফোন করা হলে তিনি জানান, ‘পুরো পরিকল্পনাটাই শিবপ্রসাদ ও নন্দিতার। তবে এরকম একটা বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে পেরে সত্যিই ভাল লাগছে। আশা করি এই প্রর্দশনী মানুষের ভাল লাগবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.