Advertisement
Advertisement

Breaking News

Ranya Rao

‘অভিযোগ অত্যন্ত গুরুতর’, জামিন পেলেন না সোনাপাচারে ধৃত কন্নড় অভিনেত্রী

আপাতত বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতেই থাকতে হবে অভিনেত্রীকে।

Special Court for Economic Offences denied bail to Kannada actor Ranya Rao
Published by: Sayani Sen
  • Posted:March 14, 2025 8:05 pm
  • Updated:March 14, 2025 8:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোপে টিকল না আর্জি। জামিন পেলেন না সোনাপাচার মামলায় ধৃত কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। আপাতত বেঙ্গালুরুর রাজস্ব গোয়েন্দা দপ্তরের হেফাজতেই থাকতে হবে তাঁকে। এদিকে, এই মামলায় ধৃত তরুণ রাজুকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর বিশেষ আদালত।

গত ৩ মার্চ, বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন রানিয়া। পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এই সব টাকা ও সোনার কোনও রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়ে দেয়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন, ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গিয়েছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন।

Advertisement

এভাবে বারবার দুবাই যাওয়ার ভ্রমণ ইতিহাস থেকে পুলিশ নিশ্চিত, সোনা পাচারের কাজেই এতবার সেখানে যেতে হয়েছিল কন্নড় অভিনেত্রীকে। এদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাঁকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দেওয়া সম্ভব নয় বলেই জানায় আদালত। উল্লেখ্য, অভিনেত্রীর বাবা রামচন্দ্র রাও একজন আইপিএস অফিসার। বছর কয়েক আগে একটি সোনাপাচার মামলায় নাম জড়িয়েছিল তাঁরও। টানা জেরায় কার্যত বিপর্যস্ত অভিনেত্রী। আইনজীবীর কাছে তিনি জানান, “মানসিক অবসাদে ভুগছি। আমি ঘুমোতে পারছি না। বিমানবন্দর থেকে গ্রেপ্তারির স্মৃতি যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement