Advertisement
Advertisement

Breaking News

Sourav Ganguly

এবার পুলিশের উর্দিতে ‘দাদাগিরি’ সৌরভের, জিৎ-প্রসেনজিতের ‘খাকি’ দিয়ে নয়া ইনিংস দাদার?

'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ দেখা যাবে সৌরভকেও?

Sourav Ganguly shoot promotional video for Khakee: The Bengal Chapter
Published by: Sandipta Bhanja
  • Posted:March 5, 2025 4:27 pm
  • Updated:March 5, 2025 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনী ভিডিওতে আগেই চার-ছক্কা হাঁকিয়েছেন। রিয়ালিটি শোয়ের মঞ্চে তাঁর ‘দাদাগিরি’র দাপটও দেখেছে দুনিয়া। এবার পুলিশের উর্দিতে ‘দাবাং’ মেজাজে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। জিৎ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি কি তাহলে নীরজ পাণ্ডের হাইভোল্টেজ ওয়েব সিরিজ ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এ দেখা যাবে সৌরভকেও? কৌতূহল অহেতুক নয়!

Advertisement

মঙ্গলবারই বারুইপুরের বিনোদিনী স্টুডিওতে শুটিং করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরনে খাকি উর্দি। চোখে চশমা। পুলিশ অফিসারের ‘মুকুট’-এ দাদাকে দেখে চেনা দায়! সূত্রের খবর, এদিন রাত বারোটা পর্যন্ত শুট করেন ‘দাদা’। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। ব্যপারটা কী? খানিক খোলসা করে বলা যাক। শোনা যাচ্ছে, ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর (Khakee: The Bengal Chapter) এক প্রচারমূলক ভিডিওর জন্যই সৌরভ গায়ে উর্দি চড়িয়েছেন। আর মহারাজ নাকি প্রতিটা শটে নিখুঁত অভিব্যক্তি দিয়ে বলে-বলে ছক্কা হাঁকিয়েছেন। জানা গেল, ক্যামেরার সামনে প্রাক্তন ক্রিকেটার এতটাই সাবলীল এবং স্বতঃস্ফূর্ত যে দুঁদে অভিনেতাদেরও ছাপিয়ে যাবেন। আর পুলিশের উর্দিতে সৌরভের সেই ছবি ফাঁস হতেই অনুরাগীরা গান ধরেছেন, ‘যে কোনও ভূমিকায় সমানে লড়ে যাই…’।

নীরজ পাণ্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ (Khakee: The Bengal Chapter) সিরিজের কাস্টিং নিয়ে প্রথম থেকেই চর্চা ছিল তুমুল। প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ‌্যায়, শাশ্বত চট্টোপাধ‌্যায়কে একসঙ্গে দেখতে পাওয়াটা দর্শকদের জন্য যে এক বিরাট ‘ট্রিট’ হতে চলেছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি ওয়েব সিরিজের টিজার প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছে কতটা জমজমাট হতে চলেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’। দর্শকদের কৌতূহলও তুঙ্গে। সূত্রের খবর, নেটফ্লিক্স-এর সেই সিরিজের জন্যই এবার এক প্রোমোশনাল ভিডিও শুট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’-এর টিজার জুড়ে একটা উত্তেজনার আবহ। শুরুতেই বন্দুক, কার্তুজের ঝলক। ক্রমে পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক। জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘যব তক কুছ বদলেঙ্গে নেহি, কুছ বদলেগা নেহি।’ আর আবহে আগাগোড়াই প্রায় কৈলাস খেরের কণ্ঠনিঃসৃত ‘এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা’ এক অন্য মাত্রা যোগ করেছে। নিঃসন্দেহে সবচেয়ে বেশি চোখ টানছেন দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ। এই প্রথম দুজনকে পর্দায় একসঙ্গে দেখা যাবে। বাংলা নয়, হিন্দি এই ওয়েব সিরিজে। জিৎ এখানে ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল। এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের।

প্রসঙ্গত, ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতা ছিলেন সেখানে। এর পর থেকেই নাকি ‘খাকি: বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রস্তুতি শুরু করে দেন নীরজ। অবশেষে টিজারের পর রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন জিৎ-প্রসেনজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement