Advertisement
Advertisement

Breaking News

sourav ganguly

‘বাঙালি আজও দাদাগিরি করে’, ফের ছোটপর্দায় সৌরভ ম্যাজিক, প্রকাশ্যে ঝলক

কবে থেকে শুরু হবে 'দাদাগিরি'র নতুন সিজন?

sourav ganguly dadagiri season 10 promo out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 23, 2023 1:09 pm
  • Updated:August 23, 2023 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালি আপনি তৈরি হয়ে যান। আপনার লড়াই, আপনার শ্রম, আপনার বুদ্ধিমত্তাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে ফের হাজির হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ছোটপর্দায় সেই আপনার দাদাগিরির সামনে দাঁড়াবেন বাঙালির প্রিয় দাদা, প্রিয় মহারাজ। হ্যাঁ, প্রকাশ্যে এল ‘দাদাগিরি’র সিজন ১০ এর প্রোমো। যেখানে উঠে এসেছে বাঙালির রোজকার জীবন লড়াইয়ের গল্প। 

ফের আসছে ‘দাদাগিরি’। ফের ছোটপর্দায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক। ফের সব ধারাবাহিকের টিআরপিকে পিছনে ফেলে এগিয়ে যাবে দাদার গেম শো। হ্যাঁ, সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি অডিশনের তোড়জোড় শুরু।

Advertisement

[আরও পড়ুন: ৪০০ কোটির ক্লাবে ‘গদর ২’, ছবি দেখতে গেলেন সানির ‘কাছের মানুষ’ ডিম্পল কাপাডিয়া]

তা কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

চ্যানেলের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, অক্টোবরের শেষের দিকে টিভির পর্দায় হাজির হবে ‘দাদাগিরি’। প্রতিবারের মতো সৌরভ গঙ্গোপাধ্যায়ই থাকবেন সঞ্চালকের ভূমিকায়। পুরনো ফর্ম্যাট মেনেই হবে শো। তবে থাকবে বেশ কিছু চমক।

২০০৯ সাল থেকে সফর শুরু হয় ‘দাদাগিরি’ গেম শোয়ের। প্রথম থেকেই সঞ্চালনার দায়িত্ব সামলেছেন সৌরভ। তবে একটি সিজনে দাদার জায়গায় এসেছিলেন মিঠুনদা। পরে দর্শকদের অনুরোধেই ফের এই শোয়ে সঞ্চালনার দায়িত্ব নেন সৌরভ। খবর অনুযায়ী, ‘ডান্স বাংলা ডান্সে’র স্লটেই আসছে ‘দাদাগিরি’।

[আরও পড়ুন: ‘ঘুমর’ দেখে সোজা নায়িকা সায়ামি খেরের কাছে শচীন, কী করলেন মাস্টারব্লাস্টার? দেখুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement