Advertisement
Advertisement
Maidaan

অজয় দেবগনের ‘ময়দান’-এ মুগ্ধ সৌরভ, বাইশ গজের মহারাজ বলছেন, ‘মাস্ট ওয়াচ সিনেমা’

ফুটবলের স্বর্ণযুগ বড়পর্দায় দেখে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

Sourav Ganguly calls Ajay Devgn's Maidaan a must-watch sports film
Published by: Sandipta Bhanja
  • Posted:April 13, 2024 6:46 pm
  • Updated:April 13, 2024 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তী রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগনকে (Ajay Devgn) দেখে মুগ্ধ বাইশ গজের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যে কোনও স্পোর্টস ড্রামা নিয়েই ‘দাদা’র রিভিউ বরাবর নজরে থাকে। এবার বনি কাপুর প্রযোজিত ‘ময়দান’ (Maidaan)-এর মার্কশিটে ফুলমার্কস বসালেন সৌরভ।

নিজের এক্স হ্যান্ডেলে ‘ময়দান’-এর ছবি শেয়ার করে মহারাজ লিখেছেন, ‘ময়দান’ সিনেম্যাটিক অভিজ্ঞতা একেবারে মিস করবেন না। ভারতের কিংবদন্তী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিম এবং ভারতীয় ফুটবলের স্বর্ণযুগকে যে দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে, তা দেখে আমি মুগ্ধ। আইকনিক ভারতীয় ফুটবল তারকাদের বড়পর্দায় জীবন্ত হয়ে ওঠার সাক্ষী রইলাম। এই স্পোর্টস ড্রামা মাস্ট ওয়াচ!” করণ জোহরও ‘ময়দান’-এর প্রশংসায় পঞ্চমুখ।

Advertisement

[আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনে অন্তরঙ্গ ছবি পোস্ট নিখিল জৈনের, প্রেমের জল্পনায় সিলমোহর!]

ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, ১৯৫১-১৯৬২, ঠিক যেই সময় পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন দোর্দণ্ডপ্রতাপ সৈয়দ আবদুল রহিম, সেই ঐতিহাসিক পিরিয়ডকেই সিনেম্যাটিক ফরম্যাটে সিনেপ্রেমীদের কাছে তুলে ধরেছেন পরিচালক অমিত শর্মা। সেসময়ে ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল, নিঃসন্দেহে তার অন্যতম কাণ্ডারি ছিলেন রহিম সাহেব। আধুনিক ভারতীয় ফুটবলের রূপকার হিসেবেও তাঁর নামোল্লেখ করা যায়। এই ছবিতে অজয় দেবগন অভিনয় করছেন ভারতীয় ফুটবল কোচ সায়েদ আব্দুল রহিম ওরফে রহিম সাহেবের চরিত্রে। স্বাধীনতার ৫ বছর পর ১৯৫২ সালে দ্বিতীয় বারের জন্য অলিম্পিকে খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল। সেই বছর সামার অলিম্পিক হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। ভারতের বিরুদ্ধে ময়দানে নাম হাঙ্গেরি। ম্যাচের দিন তুমুল বৃষ্টি। ভিজে যায় পুরো ময়দান। কাদা মাঠে হাঙ্গেরির ফুটবলারদের পায়ে স্পাইক জুতো। আর উলটো দিকে খালি পায়ে মাঠে ভারতীয় ফুটবলাররা। কী হবে সেই খেলার? বাস্তবের সেই দুঃসাহসী গল্পই ফুটে উঠেছে বড়পর্দায়। যে ছবিতে মুগ্ধ খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়।

বক্স অফিসে কত আয় করল অজয়ের এই ছবি? পয়লা সপ্তাহে দেশে মোটে ১০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। হিসেব বলছে, একই দিনে মুক্তিপ্রাপ্ত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সারা বিশ্বে পয়লা দিনের আয় ৩৬ কোটি ৩৩ লক্ষ টাকা। তুলনায় ‘ময়দান’ কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, প্রথম দিন অজয়ের ছবিটি মাত্র ৭ কোটি ১০ লক্ষ টাকার ব্যবসা করেছে। যার মধ্যে ২ কোটি ৬০ লক্ষ টাকা এসেছে বুধবারের পেড প্রিভিউ থেকে।

[আরও পড়ুন: ফের সাইবার ক্রাইমের শিকার রুক্মিণী মৈত্র, হ্যাকারদের কবলে অভিনেত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement