সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে খারাপ খবর। প্রয়াত টলিউডের বিশিষ্ট সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখোপাধ্যায় (Anup Mukherjee)। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিজের ইছাপুরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৭০ বছরের সাউন্ড রেকর্ডিস্ট। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন অনুপ মুখোপাধ্যায়। মিঠুন চক্রবর্তী, নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমির মতো তারকার সহপাঠী ছিলেন তিনি। কলকাতা দূরদর্শন, এনএফডিসি, তার পর দীর্ঘ দিন দূরদর্শনে কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে তপন সিংহ, গৌতম ঘোষ, তরুণ মজুমদার, অপর্ণা সেনের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন অনুপবাবু। চার-চারটি জাতীয় পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।
রাজ্য সরকারের তরফেও সম্মানিত করা হয়েছে অনুপবাবুকে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন প্রেক্ষাগৃহের সাউন্ড ডিজাইনেও তাঁর অবদান রয়েছে। কিছুদিন আগে সন্দীপ রায় পরিচালিত ‘নয়ন রহস্য’ ছবির ডাবিং শেষ করেন খ্যাতনামা সাউন্ড রেকর্ডিস্ট। এটিই তাঁর শেষ কাজ ছিল বলে খবর।
‘অনুপদা’র প্রয়াণে শোকাহত পরিচালক অতনু ঘোষ। শিল্পীর ছবি শেয়ার করে তিনি লেখেন, “সকালে খবর এল, অনুপদা চলে গেছেন। অনুপ মুখোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় সিনেমার শব্দ ঘিরে যে নামটা বেশ কয়েক দশক ধরে ওতপ্রোতভাবে জুড়ে আছে। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায়, তপন সিংহ থেকে শুরু করে কত অসংখ্য পুরোনো-নতুন, নামী-অনামী নির্দেশকের ছবিতে কাজ করেছেন। আমিও তাদের মধ্যে একজন। পাঁচটা ছবিতে অনুপদার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। ভাবছিলাম, যা যা শিখেছি, তার মধ্যে কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ? Where art ends… and pretension begins! হ্যাঁ, এটাই অনুপদার কাছে পাওয়া সবচেয়ে জরুরি শিক্ষা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.