সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় যে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ আসছে, সেখবর আগেই পাওয়া গিয়েছিল। তবে এবার নতুন খবর, সুযোগ বন্দ্যোপাধ্যায়ের এই কমিক্স নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে ডিসেম্বর মাস থেকেই শুটিং শুরু হবে। ছবিতে রাপ্পার ভূমিকায় রয়েছেন সৌম্য মুখোপাধ্যায়। দেখা যাবে দিব্যেন্দু ভট্টাচার্য, ব্রাত্য বসু, জয়দীপ কুন্ডুদের মতো বাঘা অভিনেতাদেরও।
প্রথমটায় শোনা গিয়েছিল, ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই সিনেমার পরিচালনা করবেন মৈনাক ভৌমিক। কিন্তু পরে অজ্ঞাতকারণে পরিচালক প্রজেক্ট থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবিতে অভিনয়ে রয়েছে সৌরভ দাস, অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, লিজা গোস্বামী, দেবাশীষ রায়, সব্যসাচী মন্ডল, নন্দিনী চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ অবলম্বনে তৈরি ছবিতে থাকছে ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সব উপকরণ। ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে। অন্যদিকে গল্পের বিখ্যাত অভিনেত্রী ডলফিন চরিত্রে থাকছেন অভিনেত্রী অলিভিয়া সরকার। চেঙ্গিসের ভূমিকায় দিব্যেন্দু ভট্টাচার্য এবং রাপ্পার বাবার চরিত্রে অভিনয় করছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
পরিচালক ধীমান বর্মন জানিয়েছেন, “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম নিয়ে কাজ করার ইচ্ছা বহুদিন থেকেই ছিল। অনেকটা প্ল্যান করে এই ছবি নিয়ে এগোচ্ছি। কমেডি থেকে ফ্যান্টাসি সব কিছু থাকবে। খুব তাড়াতাড়ি শুটিং শুরু করব। আশা করছি, রাপ্পার চরিত্রে সৌম্য মুখোপাধ্যায়কে দর্শকদের ভালো লাগবে।” সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, মিউজিকের দায়িত্বে রয়েছেন সমিধ মুখোপাধ্যায়। শুটিং হবে কলকাতা ও শহরতলী ছাড়িয়ে বাইরেও। ধীমান বর্মন প্রোডাকশন সংস্থার ব্যানারে মুক্তি পাবে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’।
এদিকে স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর রাপ্পা রায়কে বড়পর্দায় পরিচালক হিসেবে নিয়ে আসার ইচ্ছেপ্রকাশ করেছেন। এপ্রসঙ্গে ইতিমধ্যেই প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে তাঁর। সংবাদ প্রতিদিন ডট ইনকে সুযোগ জানিয়েছেন, “কমেডি থ্রিলার ঘরানার সিনেমা হবে। সামাজিক বার্তাও থাকবে ছবিতে। সিনেমায় অ্যানিমেশনের ছোঁয়া রাখার ইচ্ছে রয়েছে। নতুন কোনও রাপ্পার গল্প লিখতে পারি সেক্ষেত্রে বা পুরনো কোনও গল্পকেই সিনেমার আকারে নিয়ে আসব। জানুয়ারি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছে রয়েছে সব ঠিকঠাক এগোলে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.