Advertisement
Advertisement
Soumitrisha Kundu

হোটেলে গিয়ে দুর্ঘটনা! রক্তারক্তি কাণ্ড সৌমিতৃষার, হাসপাতালে ছুটতে হল মিঠাইকে

কেমন আছেন এখন অভিনেত্রী?

Soumitrisha Kundu got injured during shooting | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:January 31, 2024 5:17 pm
  • Updated:January 31, 2024 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোটেলে গিয়ে পা হড়কে রক্তারক্তি কাণ্ড সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu)! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দর্শকদের প্রিয় মিঠাইকে ছুটতে হয় হাসপাতালে। আংশিক অস্ত্রোপচারও হয়েছে টলিউড অভিনেত্রীর! কেমন আছেন এখন অভিনেত্রী?

সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় দর্শকদের প্রিয় ‘মিঠাই রানি’। তাঁর অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। ‘প্রধান’ দিয়ে সদ্য বড়পর্দায় যাত্রা শুরু। এরপর একাধিক কাজ রয়েছে হাতে। পাশাপাশি বিজ্ঞাপন, ফটোশুটের কাজও করছেন চুটিয়ে সৌমিতৃষা কুণ্ডু। এবার এক ফটোশুটের কাজে শহরের এক অভিজাত হোটেলে গিয়েই দুর্ঘটনার সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।

Advertisement

[আরও পড়ুন: মারধর-গালিগালাজের অভ্যেস বনশালির! নতুন কাজের আগেই কী শর্ত দিলেন রণবীর?]

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, পা মোচকে তিন তিনটে সিঁড়ি টপকে গিয়ে পড়ে গিয়েছেন সৌমিতৃষা। শুধু তাই নয়, পায়ের নখ পুরো উপরে গিয়েছে। কিন্তু মাঝপথে শুটিং ছেড়ে চলে আসেননি। পুরো শুটিং করে বাড়ি ফেরেন অভিনেত্রী। তবে তারপরই বাঁধে বিপত্তি! শুটিংয়ে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও বাড়ি ফিরতেই যন্ত্রণা বাড়ে। তারপরই হাসপাতালে ছুটতে হয় মিঠাইকে। সেখানে ছোটখাট এক অস্ত্রোপচারও হয়। দিনে আপাতত তিনটে করে প্যারাসিটামল খেতে হচ্ছে। দিন কয়েক চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামও নিতে হবে তাঁকে। ক্ষত হওয়া জায়গায়, ধুলো, জল লাগানো বারণ। সুস্থ হয়ে কাজে ফেরার দিন গুনছেন সৌমিতৃষা কুণ্ডু।

[আরও পড়ুন: মুজাফফরপুরের হোমে নির্যাতিতাদের হয়ে তদন্তে ভূমি পেড়নেকর, বাহবা দিলেন খোদ শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement