Advertisement
Advertisement

Breaking News

Kaalratri Trailer

ভাইয়ের বউয়ের সঙ্গে স্বামীর সম্পর্ক, ‘কালরাত্রি’ই কাল হল সৌমিতৃষার!

একটা খুন! তাতেই পালটে গেল সমস্ত কিছু।

Soumitrisha Kundoo, Indrasish Roy, Rajdeep Gupta, Sairity Banerjee and others in Kaalratri Trailer
Published by: Suparna Majumder
  • Posted:November 23, 2024 7:21 pm
  • Updated:November 23, 2024 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনেদি বাড়ির অন্দরমহলে নানা রহস্য। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রশ্রয়। তারই ফাঁসে সৌমিতৃষা কুণ্ডু। ‘কালরাত্রি’ই কাল হল অভিনেত্রীর। একটা খুন! তাতেই পালটে গেল সমস্ত কিছু। আগামী ৬ ডিসেম্বর থেকে হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন ওয়েব সিরিজ ‘কালরাত্রি’। তাতেই ঘটেছে এই সমস্ত ঘটনা।

Kaalratri-1

Advertisement

অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় সৌমিতৃষার সফর শুরু হচ্ছে। সিরিজে কেন্দ্রীয় চরিত্র দেবীর ভূমিকায় দেখা যাচ্ছে ছোটপর্দার ‘মিঠাই’কে। দেবীর স্বামী রুদ্রর ভূমিকায় ইন্দ্রাশিস রায়। মেজো ভাইয়ের বউ রাইয়ের সঙ্গে রুদ্রর বিবাহ বহির্ভূত সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে। আচমকাই খুন হয় রুদ্র। কে খুন করল তাঁকে? প্রশ্নের উত্তর মিলবে ‘কালরাত্রি’র রহস্য সমাধান করতে পারলে।

সৌমিতৃষা-ইন্দ্রাশিস ছাড়াও নতুন এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত। দেবীর মেজো দেওর হিসেবে দেখা যাবে তাঁকে। রাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, সৌনক রায়, সম্পূর্ণা মণ্ডল, দিয়া চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, দীপান্বিতা সরকার। পরিচালনার পাশাপাশি সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লেখার দায়িত্বটিও সামলেছেন অয়ন চক্রবর্তী।

 

‘মিঠাই’ হিসেবে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন সৌমিতৃষা। তার পরই দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এবার ওয়েব দুনিয়ার পালা। নিজের প্রথম ওয়েব প্রজেক্ট নিয়ে সৌমিতৃষা খুবই উচ্ছ্বসিত। এর আগে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, প্রথম ওয়েব সিরিজ হিসেবে ‘কালরাত্রি’ তাঁর কাছে খুবই স্পেশাল। ‘দেবী’র চরিত্রে অনেকগুলো স্তর রয়েছে, কাহিনিটাও খুবই মনোগ্রাহী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement