Advertisement
Advertisement

Breaking News

Sooraj Pancholi

জিয়া খানের মৃত্যু মামলা: সূরজ পাঞ্চোলির মুক্তির আনন্দে বিতরণ করা হল মিষ্টি

ইনস্টাগ্রামে অভিনেতা দিয়েছেন বিশেষ বার্তা।

Sooraj Pancholi's team distributes sweets after Jiah Khan death case verdict | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 28, 2023 6:57 pm
  • Updated:April 28, 2023 6:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুশিতে আত্মহারা সূরজ পাঞ্চোলির (Sooraj Pancholi) টিম। অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা। তাই বাড়ির সামনে আসা সাংবাদিকদের করা হল মিষ্টি বিতরণ। প্রকাশ্যে এই ভিডিও।

Sooraj-Pancholi-1

Advertisement

২৫ বছরের জিয়ার দেহ জুহুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন। ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সূরজের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এর পর তদন্ত গড়িয়েছে ১০ বছর ধরে। এর মাঝে জিয়ার মা নানারকম চেষ্টা করে গিয়েছেন ন্যায় পাওয়ার জন্য। মাঝে আবার সলমন খানের হাত ধরে বলিউডে পা-ও রাখেন সূরজ পাঞ্চোলি।

Actor Sooraj Pancholi acquitted in Jiah Khan Death case| Sangbad Pratidin

[আরও পড়ুন: ‘আমি কাল দরজির কাজও করতে পারি!’ অকপট ‘জুবিলি’ স্টার অপারশক্তি খুরানা]

প্রায় ১০ বছর পর জিয়া খান মৃত্যু মামলা থেকে সূরজকে মুক্তি দিল সিবিআইয়ের স্পেশ্যাল কোর্ট। তাতেই খুশির হাওয়া অভিনেতার বাড়িতে। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লেখেন, “সবসময় সত্যেরই জয় হয়।” হ্যাশট্যাগ দিয়ে আবার সূরজ লেখেন, “ঈশ্বর মহান।”

Sooraj-Insta-post

এদিকে জিয়া খানের মা রাবিয়া খান সিবিআইয়ের স্পেশ্যাল কোর্টের এই রায় মানতে নারাজ। তিনি বলেন, “জিয়া ন্যায় পাবেই। আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেব না। আরও লড়ব। প্রয়োজনে হাই কোর্ট যাব, সুপ্রিম কোর্ট যাব। আমি লড়েই যাব।”

[আরও পড়ুন: মঞ্চে উঠে মাতলামি, অসভ্যতা! নোবেলের দিকে জুতো ছুড়লেন দর্শকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement