সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যু মামলায় জড়িয়ে বার বার খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলি। গত এপ্রিল মাসে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় এই মামলা থেকে মুক্তি দিয়েছে স্পেশ্যাল সিবিআই কোর্ট। তারপর থেকেই কিছুটা স্বস্তিতে রয়েছেন সূরজ। খবর অনুযায়ী, খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন সূরজ। খবর অনুযায়ী, গত ৭ বছর ধরে একটি মেয়ের সঙ্গে ডেট করছেন সূরজ। শেষমেশ তাঁর গলাতেই মালা দিতে চলেছেন সূরজ। এক সংবাদমাধ্যমকে সূরজ জানিয়েছেন, ”আমার প্রেমিকা সিনেমার জগতের সঙ্গে যুক্ত নয়। আমার অতীতকে সে জানে, আর আমাকে এভাবেই মেনে নিয়েছে। আমরা খুব সুখী।” তবে আপাতত, নিজের প্রেমিকাকে সবার সামনে আনতে নারাজ সূরজ।
View this post on Instagram
প্রসঙ্গত, ২৫ বছরের জিয়ার দেহ উদ্ধার হয়েছিল ২০১৩ সালের ৩ জুন, জুহুর বাড়ি থেকে। ঘটনায় জিয়ার মা রাবিয়া খান মুম্বইয়ের আদালতে মামলা দায়ের করেছিলেন সূরজের বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল সেই অভিযোগের ভিত্তিতেই। যদিও জামিনে ছাড়া পান সূরজ, এর পর তদন্ত গড়িয়েছে ১০ বছর ধরে। এর মাঝে জিয়ার মা নানারকম চেষ্টা করে গিয়েছেন ন্যায় পাওয়ার জন্য। ঠিক এই সময়েই সলমন খানের হাত ধরে বলিউডে পা-ও রাখেন সূরজ পাঞ্চোলি।
এই মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল জিয়া খান ও সূরজ পাঞ্চলির পরিবার। মুম্বই আদালতে রায় দানের আগে সংবাদ মাধ্যমে জিয়ার মা জানিয়ে ছিলেন, ”আমি ন্যায়ের দিকেই তাকিয়ে আছি। জিয়ার সঙ্গে আমার সম্পর্ক এখন পুরোটাই ভগবানের হাত ধরে। শুনানি নিয়ে কিছুই বলতে চাই না। আশা রাখছি শুধু।” তবে রায় দানের পর এখনও পর্যন্ত দুই পরিবারের কারও মন্তব্য পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.