সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের কাছে ত্রাতার ভূমিকায় উপস্থিত হয়েছেন অভিনেতা সোনু সুদ। মুম্বাইয়ে আটকা পড়া পরিযায়ী শ্রমিকদের বাস ও বিমানে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু তাঁকে কিনা বান্দ্রা টার্মিনাসের বাইরে আটকে দিল রেলপুলিশ। তাঁকে দেখা করতে দেওয়া হল না শ্রমিকদের সঙ্গে। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে কিছু শ্রমিকের সাথে দেখা করতে সোনু বান্দ্রায় পৌঁছন। তখন অভিনেতাকে রেলওয়ে থামিয়ে দেয় আরপিএফ। যদিও এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাননি বলে জানিয়েছেন তিনি।
ওই পরিযায়ী শ্রমিকদের বান্দ্রা টার্মিনাস থেকে উত্তরপ্রদেশে শ্রমিক স্পেশাল ট্রেন যাওয়ার কথা ছিল। মুম্বইয়ের নির্মল নগর থানার সিনিয়র ইনসপেক্টর শশীকান্ত ভান্ডারে বলেছেন, “অভিনেতাকে আরপিএফ আটকেছিল। সোনু পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।” কিন্তু কেন তাঁকে আটকানো হল তা নিয়ে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। এদিকে বাড়ি ফেরার আগে অভিনেতার সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা। যিনি তাঁদের এমন পরিস্থিতিতে সাহায্য করেছেন, বাড়ি ফেরারা আগে তাঁকে শেষবারের মতো ধন্যবাদ জানাতে চেয়েছিলেন শ্রমিকরা। অন্যদিকে তাঁদের সঙ্গে দেখা না করতে পারায় দুঃখ প্রকাশ করেছেন অভিনেতাও।
তবে শুধু যে পরিযায়ী শ্রমিকদের দেশে ফিরে যেতে সোনু সহায়তা করেছেন তা নয়। এবার অন্যান্য সামাজিক কাজেও এগিয়ে এলেন অভিনেতা। গার্হস্থ্য হিংসার শিকার যাঁরা, তাঁদের পাশে দাঁড়ালেন তিনি। এর জন্য হোথুর ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন অভিনেতা। সোনু জানিয়েছেন, সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর কুলসুম সাদাব ওয়াহাবকে তিনি ১০ বছর ধরে চেনেন। অ্যাসিড আক্রান্ত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন ওয়াহাব। এছাড়া শিশুদের জন্যও কাজ করেছেন। শাহরুখ খানের মীর ফাউন্ডেশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাই সোনু লকডাউনের সময় যাঁরা গার্হস্থ্য নির্যাতনের শিকার, তাঁদের পাশে দাঁড়াতে এই সংস্থার সাহায্য নিয়েছেন। এছাড়া লকডাউনের কারণে বেশি ক্ষতিগ্রস্থ এমন দিনমজুরদের সহায়তা করবেন বলেও জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন, লকডাউনের কারণে গৃহবন্দি থাকায় মহিলাদের উপর বেড়েছে গার্হস্থ্য হিংসা। সেই সব মহিলাদের সাহায্য করতে চান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.