সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাতেই আছে, কোনও কাজই ছোট নয়। আর এমন দুঃসময়ে তো নয়ই। একে করোনা আবহ উপরন্তু নির্বিচারে কর্মী ছাঁটাই। গোদের উপর বিষফোঁড়ার মতোই বটে! লকডাউনে কাজ খুইয়ে ছিলেন হায়দরাবাদের আইটি কর্মী উনদাদ সারদা। অতঃপর এমন কঠিন সময়ে প্রায় অথৈ জলে পড়তে হয় তাঁকে। তাই সংসারের হাল ধরতে গিয়ে রাস্তায় সবজি বিক্রি করতে বসেছেন ওই মহিলা। কারণ, এই সময়ে নতুন করে কোথাও চাকরির আবেদনও করা যাবে না। তাই সবজি বিক্রি করেই যা হোক দুটো পয়সা আসবে, সেই আশায়। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা নজরে আসতেই ফের অসহায়দের ত্রাতার মতো অবতরণ সোনু সুদের (Sonu Sood)। খোঁজ-খবর নিয়ে ওই যুবতীকে চাকরি দিলেন অভিনেতা।
চাকরি চলে যাওয়ার পর থেকেই রোজ ভোর চারটের সময় ঘুম থেকে উঠে পাইকারী বাজারে গিয়ে সবজি কেনেন সারদা। এরপর প্রায় ১০-১২ ঘণ্টা সময় ফুটপাথে বসেই সেই সবজি নিয়ে হাঁক পারেন খদ্দেরদের আশায়। হায়দরাবাদে একটি বেসরকারি আইটি কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছিলেন সারদা। তবে কাজে যোগ দেওয়ার মাস তিনেকের মধ্যেই করোনা জাঁকিয়ে থাবা বসায় দেশে। তখনই চাকরি হারান তিনি। হায়দরাবাদের ওয়ারাঙ্গলের বাসিন্দা এই কন্যার বাবাও পেশায় সবজি বিক্রেতাই ছিলেন। কষ্টের জীবনযাপনের ফল ছিল সারদার আইটি কোম্পানিতে চাকরি। তবে, করোনা সেটাও কেড়ে নিল। এবার সোনু সুদের সৌজন্যেই ফের সুখের মুখ দেখার আশায় গোটা পরিবার।
টুইটারে সোনু জানিয়েছেন যে, তাঁর লোকজন ইতিমধ্যেই সারদার সঙ্গে দেখা করেছেন। বিশদে তাঁর সম্পর্কে জানাও হয়ে গিয়েছে ইন্টারভিউয়ের মাধ্যমে। শুধু তাই নয়, হাতে গরম জব লেটারও দেওয়া হয়ে গিয়েছে সারদাকে। প্রসঙ্গত, হায়দরাবাদের ওই টেকির ঘটনা সোনুর নজরে এনেছিলেন জনৈক রিচি শেলসন নামে এক নেটিজেন। ওই ব্যক্তিকে জবাব দিয়েই এই টুইটটি করেছেন সোনু।
আর স্বয়ং সোনু সুদের কাছ থেকে এভাবে চাকরি পাওয়ার পর আনন্দে আত্মহারা বছয় ছাব্বিশের সারদা। উচ্ছ্বসিত যুবতীর কথায়, “‘সোনু সুদ ভাইয়া’ ফোন করেছিলেন। ওঁকে দেখতাম, এই লকডাউনে কীভাবে নিঃস্বার্থে মানুষের উপকার করে চলেছেন। যখন আমায় ফোন করলেন, আমি একপ্রকার চমকেই গিয়েছিলাম। ভীষণ খুশি আমি ও আমার পরিবার।” তবে চাকরি সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানাননি যুবতী।
সারদার বলছেন, “সংকটের সময় প্রেস্টিজের কথা না ভেবে এত কষ্ট করেও জীবন চালাতে পারছি, সে জন্য গর্বিত। এখানে লজ্জার কিছু নেই। কোনও কাজই ছোট নয়। এটা বেঁচে থাকার সংগ্রাম।”
My official met her.
Interview done.
Job letter already sent.
Jai hind 🇮🇳🙏 @PravasiRojgar https://t.co/tqbAwXAcYt
— sonu sood (@SonuSood) July 27, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.