সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আলোড়ন ফেলে দেওয়া কৃষক আন্দোলন (Farmers’ protest) এবার ফুটে উঠবে রুপোলি পর্দাতেও। আর পরিচালক ই নিবাসের সেই নতুন ছবি ‘কিষান’-এর মুখ্য ভূমিকায় থাকবেন করোনা কালে ‘মসিহা’ হয়ে ওঠা বলিউড তারকা সোনু সুদ (Sonu Sood)। জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ সোমবার টুইট করে এই নতুন ছবির কথা সকলকে জানিয়েছেন। পরে সোনুও সেটি রিটুইট করেন।
ছবির প্রযোজক ‘ড্রিম গার্ল’ ছবির পরিচালক রাজ শাণ্ডিল্য। ছবিতে সোনু সুদ ছাড়া আর কারা আছেন, তা এখনও জানানো হয়নি। তবে তরণ আদর্শ তাঁর টুইটে জানিয়েছেন, বাকিদের নামও শিগগিরি জানানো হবে। দেখতে দেখতে প্রায় দেড় মাস হতে চলল নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমান্তে শুরু হওয়া কৃষক বিক্ষোভের। বারবার আলোচনার পরেও কাটেনি জট। দেশের এমন এক জ্বলন্ত সমস্যা নিয়ে বলিউডে ছবি তৈরির খবর ছড়িয়ে পড়তেই অভিনন্দন জানিয়েছেন স্বয়ং বিগ বি। অমিতাভ তাঁর টুইটে শ্রীনিবাস ও সোনু দু’জনকেই অভিনন্দন জানান। পরে সেই টুইটে সাড়া দিয়ে সোনু লেখেন, ‘‘ধন্যবাদ স্যার।’’
IT’S OFFICIAL… SONU SOOD IN #KISAAN… #SonuSood will head the cast of #Kisaan… Directed by E Niwas… Raaj Shaandilyaa – who made his directorial debut with #DreamGirl – will produce the film… Balance cast will be announced shortly. pic.twitter.com/5MTpWHHKNb
— taran adarsh (@taran_adarsh) January 4, 2021
T 3773 – All good wishes to film #Kisaan , directed by #ENiwas and acted by @SonuSood ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 4, 2021
সেলুলয়েডে খলনায়ক হলেও বাস্তবের পৃথিবীতে ক্রমেই এক যথার্থ নায়ক হয়ে উঠছেন সোনু সুদ। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে দাঁড়াতে দেখা গিয়েছিল সোনুকে, তা দেখে কুর্নিশ জানিয়েছিল গোটা দেশ। নানা প্রতিকূলতার মধ্যে আন্দোলনরত কৃষকদের প্রতিও তাঁর সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি। এবার নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করে ফুটিয়ে তুলবেন সেই সমস্যার চালচিত্র। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সোনুর নতুন বই ‘আই অ্যাম নট দ্য মসিহা’। নামকরণ থেকেই পরিষ্কার, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোনও অতিরিক্ত কৃতিত্ব দাবি করতে চান না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.