Advertisement
Advertisement
Sonu Sood Ukraine

Ukraine Russia Crisis: ‘জীবনের সবচেয়ে কঠিন কাজ’, ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ

এর আগে করোনা কালে সাধারণ মানুষের পাশে দাঁড়ান অভিনেতা।

Sonu Sood helping Indian students stranded in Kharkiv city of war-torn Ukraine । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2022 1:03 pm
  • Updated:March 3, 2022 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন (Ukraine)। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু মানুষ। খাবার, জলের অভাবও তৈরি হয়েছে। আর সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই আটকে রয়েছেন বহু ভারতীয় পড়ুয়া। এবার সেই পড়ুয়াদের ‘মসিহা’ হয়ে উঠলেন সোনু সুদ। যুদ্ধক্ষেত্র থেকে দেশে ফেরার পর অভিনেতাকে ধন্যবাদ জানালেন পড়ুয়ারা।

সোনু সুদ (Sonu Sood) ইউক্রেন থেকে দেশে ফিরতে কীভাবে সাহায্য করলেন, তা জানান মেডিক্যাল পড়ুয়া লক্ষ্মণ আগরওয়াল। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতি তৈরির একেবারে শুরুতে ইউক্রেনেই থেকে যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন লক্ষ্মণ। আশা করেছিলেন শান্তি ফিরে আসবে। তবে সময় যত গড়াতে থাকে, ততই কঠিন হতে থাকে পরিস্থিতি। পরে তিনি স্থির করেন ইউক্রেন ছাড়বেন। সেই অনুযায়ী একদিন হস্টেল থেকে বেরন। মাঝপথে তাঁর বন্ধুর ফোন আসে।

Advertisement

তিনি জানতে পারেন, হস্টেলের অন্য়ান্য়রাও ভাল নেই। তাঁদের রেখে যুদ্ধবিধ্বস্ত এলাকা ছাড়ার ক্ষেত্রে মন সায় দেয়নি। তাই ফের হস্টেলে ফিরে যান। ইতিমধ্যেই সোনু সুদ এবং তাঁর টিমের সঙ্গে যোগাযোগ হয় লক্ষ্মণের। তাঁদের সাহায্যেই ফের হস্টেল থেকে গাড়িতে চেপে বের হন পড়ুয়ারা। মাত্র ৫ ঘণ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়েন তাঁরা। ‘অপারেশন গঙ্গা’র মাধ্যমে ফেরেন নিজের দেশে। সোনু সুদের সাহায্যেই তাঁদের ইউক্রেন ছাড়া সহজ হয়েছে বলেই জানান পড়ুয়ারা।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত কিয়েভে বাড়ছে ধর্ষণ, ডাকাতি! জেলেনস্কির প্রশাসনকে দুষলেন ইউক্রেনীয় সাহিত্যিক]

পড়ুয়ারা দেশে ফেরার পর টুইট করেন সোনু সুদ। তিনি লেখেন, “ইউক্রেনে আমাদের পড়ুয়ারা খুবই কষ্টে রয়েছে। তাদের দেশে ফেরানোই ছিল সবচেয়ে কঠিন কাজ। আমি এই কঠিন কাজটি করতে সমর্থ হয়েছি। পাশে থাকার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। জয় হিন্দ।”

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের কাছে এখন সোনু সুদই ‘মসিহা’। তবে এই প্রথমবার নয়। এর আগে করোনা কালে নিজের কথা না ভেবে সাধারণ মানুষের স্বার্থে এগিয়ে এসেছিলেন অভিনেতা। তিনিই হয়ে উঠেছিলেন একমাত্র রক্ষাকারী।

[আরও পড়ুন: খাস কলকাতায় বার সিঙ্গারের রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব বাবা-মা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement