Advertisement
Advertisement

Breaking News

Sonu Sood

ফের মসিহা সোনু সুদ, দুর্ঘটনায় বাদ যাওয়া হাত ফিরিয়ে দিলেন অসমের যুবককে

ফের অনুরাগীদের মন কেড়ে নিলেন সোনু সুদ।

Sonu Sood helped assam man raju ali with imputed hand | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2022 2:54 pm
  • Updated:November 7, 2022 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মসিহা অবতারে বলিউড অভিনেতা সোনু সুদ। অসমের এক যুবককে কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দিয়ে ফের অনুরাগীদের মন জিতে নিলেন সোনু। ফেসবুকে যুবকের সঙ্গে ছবি দিয়ে গোটা ঘটনার কথাও জানালেন সোনু।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। অসমের বাসিন্দা রাজু আলি দুর্ঘটনার মুখে পড়ে তাঁর দুটো হাত হারিয়ে ছিলেন। সে কথা জানতে পারে সোনু সুদের স্বেচ্ছাসেবী সংস্থা। সেই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েই রাজুর হাতের ব্যবস্থা করে ফেলেন সোনু। মাত্র তিনদিনেই। ফেসবুকে সোনু সুদ (Sonu Sood) লিখলেন, ”আমার কর্তব্য ছিল, পালন করলাম।’

Advertisement

[আরও পড়ুন: কলকাতার মঞ্চে ইসমত চুগতাই, সাবলীল অভিনয়ে উজ্জ্বল পদাতিকের ‘কাগজ কে গুব্বারে’ ]

এরকম ঘটনা প্রথম নয়। এর আগে সোনু জব্বলপুরের এক যুবকের কৃত্রিম হাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। জব্বলপুরের এই যুবকের এক দুর্ঘটনায় হাত বাদ যায়। সোনু ফাউন্ডেশন এই যুবককে কৃত্রিম হাত লাগাতে সাহায্য করে। এই অস্ত্রোপচারের পুরো ভার নিয়েছিল সোনু সুদের এই সংস্থা।

সোনু সুদ বরাবরই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। করোনা আবহে ২০২০ সালে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে গোটা দেশের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন মসিহা। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন সোনু।

[আরও পড়ুন:  ‘মিঠি’ হয়ে কামব্যাক ‘মিঠাই’-এর, প্রোমো ভিডিও দেখে কী বলছেন দর্শকরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement