Advertisement
Advertisement

Breaking News

Sonu Nigam

চিনের ভিসা পাচ্ছেন না সোনু নিগম, ‘বিয়ের কার্ড’ দেখিয়ে মোদির কাছে কাতর আবেদন গায়কের

ভিসা না পেলে বিয়ে বাতিল হবে, মোদিকে জানালেন সোনু।

Sonu Nigam tweet to Narendra Modi for China Visa delay
Published by: Akash Misra
  • Posted:November 15, 2024 6:59 pm
  • Updated:November 15, 2024 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বিপাকে পড়লেন সোনু নিগম। বিপদই এমনই যে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি। কাতর সুরে প্রধানমন্ত্রী আবেদন…. চিনের ভিসা চাই!

ব্যাপরটা একটু বিশদে বলা যাক। শুক্রবার নরেন্দ্র মোদিকে ট্য়াগ করে এক্স প্রোফাইলে সোনু নিগম লম্বা একটা চিঠি লিখলেন, যেখানে গায়ক জানালেন,৮০ দিন কেটে গেলেও, চিনের ভিসা দেয়নি চিনের দূতাবাস। পাসপোর্টও জমা রয়েছে তাঁদের কাছেই।

Advertisement

এক্স প্রোফাইলে সোনু লিখেছেন, ”পরিবারের তরফ থেকে আপনার কাছে একটা আবেদন করছি। চিনের গোয়াংজাওতে পরিবারের খুব কাছের মানুষের বিয়ে। এই বিয়ে শুধুমাত্রই দুটি মানুষের বন্ধন নয়। বরং দুই দেশের সাংস্কৃতিক বন্ধন। আগামী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিয়ের অনুষ্ঠান। ৮০ দিন হয়ে গেলেও, এখনও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আমি এবং আমার পরিবারের লোকজন খুব দুশ্চিন্তায় রয়েছি। কারণ এই বিয়ের অনুষ্ঠান যোগ দেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকী, আমরা যদি ভিসা না পাই, তাহলে বিয়ে বাতিল করতে হবে। দয়া করে এই বিষয়টা একটু দেখুন। নিগম পরিবারের তরফ থেকে আপনাকে আবেদন করছি। সাহায্য করুন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement