সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য় ডিভোর্স ঘোষণা করেছেন এ আর রহমান। সেই খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছিল তুমুল বিতর্ক। শোনা গিয়েছিল, সহকর্মীর সঙ্গে পরকীয়ার কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান। তবে এ খবর পরে নসাৎ করেছেন রহমানের আইনজীবী। আর এবার ব্যক্তি রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। যে রহমানের সুরে একাধিক সুপারহিট গান গেয়েছেন সোনু, সেই রহমানকেই বিঁধলেন কটু কথায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানের প্রসঙ্গ উঠতেই সোনু বললেন, ”রহমান এমন একটা মানুষ, যিনি সম্পর্ক বানান না বা সম্পর্ক তৈরিতেও কোনওরকম আগ্রহও থাকে না। সবার সঙ্গে খুব কম কথাবার্তা বলেন। অন্তত আমার তো আলাপ হওয়ার পর এমনটাই মনে হয়েছে। হয়তো রহমানের চেনা গণ্ডি রয়েছে। যা মধ্যেই নিজেকে মেলে ধরে। স্পষ্ট কথায়, রহমান একেবারেই মিশুকে নয়। কাজ ছাড়া কিছু বোঝেন না। কোনও গসিপেই নেই। রহমান এমনই। উনি নিজেও চান না ওঁর ব্যক্তিগত বিষয়ে কেউ কিছু জানুক। সারাক্ষণ নিজের মতো থাকেন। রহমান খুবই অদ্ভূত।”
কয়েক দিন আগে রহমানকে নিয়ে মন্তব্য করেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্যও। রাতবিরেতে ডেকে গান রেকর্ডিং করার জন্য রীতিমতো রহমানকে কটাক্ষ করেছিলেন গায়ক। তাঁর কথায়,এই ধরনের আচরণকে শিল্পীর ক্রিয়েটিভিটি বলে দোহাই দেওয়া উচিত নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.