Advertisement
Advertisement

Breaking News

Sonu Nigam

শান্তিতে গাইছিলেন সোনু, আচমকাই মঞ্চে উঠে পড়ল এক মদ্যপ! বিপদ বুঝে কী করলেন গায়ক?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Sonu Nigam doesn't flinch and continues to perform despite a man charging at him
Published by: Akash Misra
  • Posted:October 29, 2024 3:04 pm
  • Updated:October 29, 2024 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড। এমনটা যে হবে, তা আগে থেকে টেরও পাননি সোনু। নিশ্চিন্তে রব নে বনাদি জোড়ি ছবির গান গাইছিলেন, তার পর আচমকা গণ্ডগোল! প্রথমটা একটু ঘাবড়েই গিয়েছিলেন সোনু। পরে সামলে নিলেন নিজেকে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি রাজস্থানের কোটাতে অনুষ্ঠান করছিলেন সোনু নিগম। অনুষ্ঠান একেবারে হাউজফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই বাঁধল গণ্ডগোল। সোনু যখন গান গাইতে ব্যস্ত ঠিক তখনই এক মদ্যপ এসে হাজির মঞ্চে! ধরতে চাইলেন সোনু নিগমের পা! তখনই সোনুকে এই আজব পরিস্থিতি থেকে বাঁচাতে মাঠে নামলেন নিরাপত্তারক্ষীরা। তবে সোনু কিন্তু গান থামাননি। নানা বাধা এড়িয়েই গেয়ে চলেছিলেন। সোশাল মিডিয়ায় এখন ভাইরাল এই ছবি।

Advertisement

ভিডিও দেখে নেটিজেনদের দাবি, এরকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন, মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে ওভাবে না মারলেও চলত। তবে এই ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি সোনু নিজে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement