Advertisement
Advertisement
Baba Ka Daba

করোনা কালে নেই রোজগার, কান্নায় ভেঙে পড়া বৃদ্ধ দম্পতির পাশে সোনম-স্বরা-রবিনারা

তারকাদের প্রচারের পরই ভিড় বৃদ্ধের ধাবায়।

Bangla News of old Delhi couple: Sonam Kapoor, Swara Bhasker, Raveena Tandon campaign for Baba Ka Daba | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 8, 2020 1:52 pm
  • Updated:October 8, 2020 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে ফুটপাতের উপর ছোট্ট দোকান। গাছের তলায় টিনের চালা দিয়ে ঢাকা। ‘বাবা কা ধাবা’ (#BabaKaDaba)। অল্প কিছু টাকা দিলেই ধোঁয়া ওঠা চায়ের পাশাপাশি মেলে গরম গরম পরোটা, ভাত, সবজি। যার যা পছন্দ। সেই মতো খাবারের থালা। সারা দিনের পরিশ্রমের বিনিময়ে যা মেলে তাতেই এতদিন দিন চলে যেত বৃদ্ধ দম্পতির। সামান্য সেই রোজগারেও বাধ সাধল করোনা ভাইরাস (CoronaVirus)। প্রথমে লকডাউন তারপর নিউ নর্মাল, পাত্রে তৈরি সুস্বাদু মটর পনির কিন্তু গ্রাহক নেই, নেই রোজগারও। কান্নায় ভেঙে পড়েন অশীতিপর বৃদ্ধ এবং তাঁর স্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন বসুন্ধরা নামের এক মহিলা।

বসুন্ধরার এই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নজরে পড়ে সোনম কাপুর (Sonam Kapoor), রবিনা ট্যান্ডন (Raveena Tandon), স্বরা ভাস্কর (Swara Bhasker), সুনীল শেট্টি (Suniel Shetty), রণদীপ হুডাদের (Randeep Huda)। প্রত্যেকেই শেয়ার করেন দিল্লির মালব্যনগরের ‘বাবা কা ধাবা’র ভিডিওটি। সেখানে গিয়ে খাবার কিনতে অনুরোধ করেন সকলকে। রবিনা ট্যান্ডন প্রস্তাব দেন, ধাবার গিয়ে খাবার খেলে তাঁকে যেন ছবি পাঠানো হয়। তিনি সেই ছবি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: অনুরাগ কাশ্যপ-রিচা চাড্ডাকে জড়িয়ে কুরুচিকর মন্তব্য! ক্ষমা চাওয়ার কথা বলেও ভোলবদল পায়েলের]

বলিউড তারকাদের পাশাপাশি নেটিজেনদের উদ্যোগে ট্রেন্ডিং হয়ে যায় ভিডিওটি। বৃহস্পতিবার সকাল থেকেই ‘বাবা কা ধাবা’র সামনে ক্রেতারা পৌঁছে যান। কেউ কেউ আবার ৫০টি খাবার প্যাকেটের অর্ডার নিয়েও পৌঁছে যান। সব সামলে নেওয়া আশ্বাস দেন ৮০ বছরের কর্মঠ ‘যুবক’।

[আরও পড়ুন: ‘বাংলার বাঘিনী ফিরে আসবেই’, রিয়া জেল থেকে মুক্তি পাওয়ার পরই হুঙ্কার আইনজীবীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement