সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে ফুটপাতের উপর ছোট্ট দোকান। গাছের তলায় টিনের চালা দিয়ে ঢাকা। ‘বাবা কা ধাবা’ (#BabaKaDaba)। অল্প কিছু টাকা দিলেই ধোঁয়া ওঠা চায়ের পাশাপাশি মেলে গরম গরম পরোটা, ভাত, সবজি। যার যা পছন্দ। সেই মতো খাবারের থালা। সারা দিনের পরিশ্রমের বিনিময়ে যা মেলে তাতেই এতদিন দিন চলে যেত বৃদ্ধ দম্পতির। সামান্য সেই রোজগারেও বাধ সাধল করোনা ভাইরাস (CoronaVirus)। প্রথমে লকডাউন তারপর নিউ নর্মাল, পাত্রে তৈরি সুস্বাদু মটর পনির কিন্তু গ্রাহক নেই, নেই রোজগারও। কান্নায় ভেঙে পড়েন অশীতিপর বৃদ্ধ এবং তাঁর স্ত্রী। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন বসুন্ধরা নামের এক মহিলা।
दिल्ली! चलो ‘बाबा का ढाबा’ पर मटर पनीर खाते हैं! मालवीय नगर में! 🙏🏽🙏🏽🙏🏽💜💜💜 #SupportSmallBusinesses #VocalForLocal #ShowHeart https://t.co/khus7WJMB8
— Swara Bhasker (@ReallySwara) October 7, 2020
বসুন্ধরার এই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নজরে পড়ে সোনম কাপুর (Sonam Kapoor), রবিনা ট্যান্ডন (Raveena Tandon), স্বরা ভাস্কর (Swara Bhasker), সুনীল শেট্টি (Suniel Shetty), রণদীপ হুডাদের (Randeep Huda)। প্রত্যেকেই শেয়ার করেন দিল্লির মালব্যনগরের ‘বাবা কা ধাবা’র ভিডিওটি। সেখানে গিয়ে খাবার কিনতে অনুরোধ করেন সকলকে। রবিনা ট্যান্ডন প্রস্তাব দেন, ধাবার গিয়ে খাবার খেলে তাঁকে যেন ছবি পাঠানো হয়। তিনি সেই ছবি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়।
#बाबाकाढाबा #dilliwalon #dil #dikhao. Whoever eats here, sends me pic, I shall put up a sweet message with your pics ! ♥️ #supportlocalbusiness #localvendors https://t.co/5DH73wz3SD
— Raveena Tandon (@TandonRaveena) October 8, 2020
বলিউড তারকাদের পাশাপাশি নেটিজেনদের উদ্যোগে ট্রেন্ডিং হয়ে যায় ভিডিওটি। বৃহস্পতিবার সকাল থেকেই ‘বাবা কা ধাবা’র সামনে ক্রেতারা পৌঁছে যান। কেউ কেউ আবার ৫০টি খাবার প্যাকেটের অর্ডার নিয়েও পৌঁছে যান। সব সামলে নেওয়া আশ্বাস দেন ৮০ বছরের কর্মঠ ‘যুবক’।
‘बाबा का ढाबा’ तक मुस्कान कुछ यूँ पहुँची।
आप सबको Dil se🙏🤗❤️.
बाबा और अम्मा, इन दोनों की आँखों में आँसू कल भी थे और आज भी हैं..फ़र्क़ ये है कि आज वाले आँसू ‘ख़ुशी के आँसू’ हैं।#ThankYouDelhi #BABAKADHABA #BabaKaDaba #thursdayvibes #gratitude🙏 pic.twitter.com/ewTRjR3P6r— Jitendra Singh Chaudhary (@Jitendr40477892) October 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.