Advertisement
Advertisement

Breaking News

Sonam Kapoor

হাতে নেই কাজ! টাকার প্রয়োজনে ফ্ল্যাট বিক্রি করলেন সোনম! জানেন কত দামে?

আপাতত স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই থাকতে চান সোনম।

Sonam Kapoor sells apartment in Mumbai for Rs 32 crore | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 4, 2023 4:20 pm
  • Updated:January 4, 2023 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই মা হয়েছেন সোনম কাপুর। ছেলে বায়ুকে নিয়ে দিব্যি আছেন তিনি। তবে বলিউড থেকে রীতিমতো হাওয়া হয়ে গিয়েছেন অনিলকন্যা। হাতে কোনও ছবিও নেই । এই অবস্থায় হাতে লক্ষ্মী চাই তো! তাই উপায় না পেয়ে মুম্বইয়ের এক ফ্ল্যাট বিক্রি করে দিলেন সোনম। খবর অনুযায়ী, এই ফ্ল্যাট বিক্রি করে সোনম পেয়েছেন ৩২.৫ কোটি টাকা!

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের সিগনেচার আইল্যান্ড নামের এক বহুতলের তিন তলায় ছিল সোনমের (Sonam Kapoor) এই ফ্ল্য়াট। ২০১৫ সালে ৫৩৩৫ স্কোয়্যার ফুটের এই ফ্ল্যাটটি কিনে ছিলেন ১৫ কোটি টাকায়। প্রায় ডবল দামে ফ্ল্যাটটি বিক্রি করেন সোনম।

Advertisement

প্রসঙ্গত, ২০ আগস্ট সোনম জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই পোস্টে সোনম লিখেছেন, ” ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।”

[আরও পড়ুন: ‘উরফির পোশাক অশ্লীল হলে কঙ্গনা কী পরেন?’, বিজেপি নেত্রীর কটাক্ষের জবাব শিব সেনার ]

মার্চ মাসে সোনম কাপুর (Sonam Kapoor) তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। স্পষ্ট হয়েছিল তাঁর বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ”চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি।”

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।

[আরও পড়ুন: ‘যদি বাড়িতে হামলা হয়!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুলতে নারাজ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement