সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশকে বিদায় জানিয়ে সদ্য পঁচিশে দিতেই সেলেবদের উপহারের ঝুলি উপচে পড়েছে। সোনম কাপুরও (Sonam Kapoor) সেই তালিকা থেকে ব্যতিক্রম নন। মাসখানেক ধরেই স্বামী আনন্দ আহুজার সঙ্গে ইংল্যান্ডে সংসার পেতেছেন তিনি। বর্তমানে সেখানেই তাঁদের সুখের ঘরকন্না। প্রেগনেন্সি পর্বেও সোনম সেখানেই ছিলেন। এবার ছেলের জন্মের বছর দুয়েকের মাথায় মুখ দেখালেন অভিনেত্রী।
বছরের দ্বিতীয় দিনে সোশাল মিডিয়ায় বর্ষবরণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোনম কাপুর। সেখানেই দেখা গেল ছোট্ট মিষ্টি বায়ুকে। হাত দিয়ে মুখ আড়াল করে রেখেছে সে। তবে মায়ের ক্যামেরায় ধরা পড়েছে তার ‘মায়াবী চোখ’। যা দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। সোনমের শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, মায়ের কোলে শুয়ে রয়েছে মিষ্টি খুদে। আরেকটি ভিডিওতে দেখা গেল, বাবা আনন্দ আহুজার সঙ্গে খেলছে সে। সোনম ডাকতেই মায়ের দিকে ফিরে তাকাল বায়ু। এই মুহূর্তে ইংল্যান্ডে যে বর্ষবরণের আমেজ উপভোগ করছেন সোনম-আনন্দ, তা বলাই বাহুল্য।
View this post on Instagram
ক্যাপশনে আবার অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন দেরিতে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য। পাশাপাশি এই দেরির কারণও জানালেন। সোনম লিখেছেন, ‘আসলে আমি আমার কাছের মানুষদের সঙ্গে এতটাই আনন্দে সময় কাটাচ্ছিলাম যে দেরি হয়ে গেল।’ ২০১৮ সালের মে মাসে আনন্দ আহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে সোনম কাপুর। ২০২২ সালের আগস্ট মাসে ছেলে বায়ুর জন্ম দেন তিনি। তখন থেকেই বেশিরভাগ সময়টা ইংল্যান্ডে কাটান তাঁরা। বলিউডের পর্দাতেই এখন তাঁকে সেভাবে দেখা যায় না। সোনম কাপুর যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.