Advertisement
Advertisement
Sonam Kapoor

Sonam Kapoor: মা হলেন সোনম, খুশিতে আত্মহারা দাদু অনিল কাপুর

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর।

Sonam Kapoor and Anand Ahuja blessed with a baby boy | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 20, 2022 4:58 pm
  • Updated:August 20, 2022 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। শনিবার সোনম জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। ছেলে হওয়ার সুখবর সোনম শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই পোস্টে সোনম লিখেছেন, ” ২০ আগস্ট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হল নতুন সদস্য। জন্ম নিল আমার পুত্র সন্তান। ডাক্তার, নার্স, পরিবারের লোকজন এই সময়ে যাঁরা আমার পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। জানি এবার আমাদের জীবনটা অনেক বদলে যাবে।”

মার্চ মাসে সোনম কাপুর (Sonam Kapoor) তাঁর ইনস্টাগ্রামে মোট তিনটি ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানিয়েছিলেন। ছবিতে দেখা গিয়েছিল কালো পোশাক পরে স্বামীর কোলে শুয়ে আছেন সোনম। স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্প। ছবির ক্যাপশনে সোনম লিখলেন, ”চারহাতে তোমাকে বড় করব আমাদের সাধ্যমতো। দুই হৃদয়জুড়ে থাকবে তুমি। তোমাকে সঙ্গে নিয়ে তৈরি হবে নতুন এক পরিবার। তোমার আগমনের অপেক্ষায় রয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘মহিলাদের মারধর করে সমলন, ওকে পুজো করা বন্ধ করুন!’, বিস্ফোরক প্রাক্তন প্রেমিকা]

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। মুম্বইয়ে বসেছিল সোনমের বিয়ের আসর। তারপর থেকে বেশিরভাগ সময় লন্ডনেই স্বামী আনন্দের সঙ্গে থাকতেন সোনম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

বলিউডের পর্দায় খুব একটা দেখা যায় না সোনমকে। ২০১০ সালে ‘জোয়া ফ্যাক্টর’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অনুরাগ কাশ্যপের ‘এ কে ভার্সেস এ কে’ সিরিজেও অভিনয় করেছিলেন সোনম। সোনমের থেকে এই সুখবর পেয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের তারকারা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam Kapoor Ahuja (@sonamkapoor)

সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য তারকারা। শুভেচ্ছা জানিয়েছেন, কৃতী স্য়ানন, সায়নী গুপ্তর মতো অভিনেত্রীরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by anilskapoor (@anilskapoor)

[আরও পড়ুন: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? ভিডিও শেয়ার করে শারীরিক অবস্থার খবর দিলেন কমেডিয়ানের ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement