সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর থাকলে তার সমস্যাও থাকবে। সাধারণ মানুষের ক্ষেত্রে একথা যেমন খাটে তেমনই তারকাদের ক্ষেত্রে। এমনই এক সমস্যার কথা এতদিনে জনসমক্ষে জানালেন সোনম কাপুর (Sonam Kapoor)। ১৪-১৫ বছর বয়স থেকেই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে (Polycystic ovary syndrome) ভুগছেন সোনম। ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে জানালেন অনিল-কন্যা।
কী এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম?
PCOS বা PCOD এমন একটি রোগ যার ফলে ওভারিতে একাধিক ডিম্বানু জমে যায়। যাঁদের পলিসিস্টিক ওভারি রয়েছে তাঁরা সাধারণত সঠিকভাবে ডিম্বানুকে ফেলোপিয়ান টিউবে বিমুক্ত করতে পারেন না। তার ফলেই ওভারিতে একাধিক ডিম্বানু জমে যায়। ফিমেল সেক্স হরমোনগুলি ভারসাম্যহীনতার জন্য এমনটা হয়ে থাকে।
কী কী সমস্যা হতে পারে?
কীভাবে এর বিরুদ্ধে লড়া যায়?
ইনস্টাগ্রামে (Instagram) আপলোড করা ভিডিওতে সোনম কাপুর নিজের অভিজ্ঞতা থেকে তিনটি উপায়ের কথা বলেছেন।
১) হাঁটতে হবে– আধুনিক জীবনে প্রযুক্তির কল্যাণে মানুষের শারীরিক পরিশ্রম অনেকটা কমে গিয়েছে। কিন্তু শরীরকে বেশি বিশ্রাম দেওয়া যাবে না। নিয়মিত হাঁটাচলা করতে হবে। সোনম রোজ ১০ হাজার পা মেপে হাঁটেন।
২) যোগাভ্যাস – শরীরের একাধিক সমস্যার উত্তর যোগাভ্যাসে রয়েছে। এর মাধ্যমে শরীরকে পলিসিস্টিক ওভারির মতো সমস্যার মোকাবিলার জন্য তৈরি করা যায়। তাই-ই করেন সোনম।
৩) চিনি ত্যাগ – পলিসিস্টিক ওভারির সিনড্রোমে আক্রান্ত মহিলাদের শরীরে বিষের মতো ক্ষতি করে চিনি। তাই খাবারের তালিকা থেকে অবিলম্বে চিনি বাদ দেওয়ার কথা বলেন সোনম। অনিল-কন্যা নিজে মিষ্টি খেতে ভালবাসেন। কিন্তু শরীরের খাতিরে তা বাদ দিয়েছেন বলেই জানান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.