Advertisement
Advertisement
Sonali Bendre

‘আমার সন্তান শ্বাস নিতে পারছে না!’ ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন সোনালি বেন্দ্রে

এক ডান্স রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে নজর কেড়েছেন সোনালি।

Sonali Bendre opens up on her son, Ranveer Behl's struggle with asthma| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 3, 2023 3:42 pm
  • Updated:June 3, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের শরীরটাও খুব একটা ভাল থাকে না। কারণ ক্য়ানসারের সঙ্গে লড়তে হচ্ছে তাঁকে। কঠোর চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তার মাঝে যদি সন্তানের জীবন-মরণ অবস্থা হয়, তাহলে কোন মা-ই বা ঠিক থাকতে পারে।

হ্যাঁ, ঠিক এমনই অবস্থা বলিউড অভিনেত্রীর সোনালি বেন্দ্রের (Sonali Bendre)। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সোনালি।

Advertisement

সোনালি জানালেন, ”আমার ছেলের অ্যাস্থমা রয়েছে। এটাকে কখনও কোনও রোগের মধ্য়ে ফেলা যায় না। বিশেষ কিছু পরিবেশে পড়লে যে কারও এই সমস্য়া হতে পারে। তাই দূষণ কমাতে হবে। তবেই অ্যাস্থমায় যাঁরা ভুগছেন তাঁরা সুস্থ থাকবেন। তবে যদি হঠাৎ করে সন্তানের দম বন্ধ হয়ে আসে…তাহলে মা হয়ে সত্যিই ভয় লাগে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonali’s Book Club (@sonalisbookclub)

[আরও পড়ুন: প্রসেনজিতের ‘স্কুপ’ সিরিজ বন্ধের দাবিতে আদালতে ছোটা রাজন, কী জানালেন বিচারপতি?]

আপাতত নিজেকে সিনেমার পর্দা থেকে সরিয়ে রেখেছেন সোনালি। তবে নিজের লড়াইয়ের উপর বই লিখছেন। সব মিলিয়ে নিজের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। তবে হ্যাঁ, সম্প্রতি এক ডান্স রিয়্যালিটি শোয়ের বিচারক হয়ে নজর কেড়েছেন বলিউডের এই সুন্দরী অভিনেত্রী।

[আরও পড়ুন: ২০ বছরের ছোট ভারতীয় সুন্দরীতে মজেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও! তরুণীর পরিচয় জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement