সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ জুন বিয়ের সুখস্মৃতি এখনও টাটকা। এর মধ্যেই নিজের ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। এতেই চিন্তিত অভিনেত্রীর অনুরাগীরা। যে ফ্ল্যাটে জাহির ইকবালের সঙ্গে বিয়ের একগুচ্ছ স্মৃতি। সেই ফ্ল্যাট আচমকা কেন বিক্রি করে দিচ্ছেন নায়িকা? এই প্রশ্ন তাঁদের মনে।
নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। তবে বিয়ের পরই জল্পনা ছড়ায়, সোনাক্ষীর এই বিয়েতে নাকি তাঁর দাদা লব সিনহার একেবারেই মত ছিল না। অবশ্য শত্রুঘ্ন সিনহা সোনাক্ষী-জাহিরকে রাজজোটক মনে করেন।
বান্দ্রা ওয়েস্টের এই প্রপার্টি ৪২০০ স্কোয়্যার ফুটের। নিজস্ব লিফট আছে। দুটো বেডরুম, সি ফেসিং বারান্দা, সার্ভেন্ট কোয়াটার, বিশাল কিচেন, শরীরচর্চার জায়গা সবই রয়েছে। যাকে বলে ফুললি ফার্নিশড। পাওয়া যাবে তিনটি গাড়ির পার্কিংয়ের জায়গা। এমন ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ২৫ কোটি টাকা।
View this post on Instagram
কিন্তু বিয়ের মাস দুয়েকের মধ্যেই এত সুন্দর ফ্ল্যাট কেন বেচে দিচ্ছেন সোনাক্ষী? নিজেই তো আলাদা থাকার জন্য ফ্ল্যাটটি কিনেছিলেন। এখনও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, এই একই ফ্ল্যাটে ১১ কোটি টাকা দিয়ে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বলিউডের ‘দাবাং’ গার্ল। মনে করা হচ্ছে স্বামী জাহিরের সঙ্গে সেখানেই থাকবেন তিনি। নতুনভাবে সাজিয়ে তুলবেন নিজের সংসার। তার পাশাপাশি কাজেও মন দিয়েছেন অভিনেত্রী। আপাতত তাঁর ঝুলিতে রয়েছে ‘নিকিতা রায় দ্য বুক অফ ডার্কনেস।’
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.