Advertisement
Advertisement

Breaking News

Sonakshi Sinha

মা হচ্ছেন সোনাক্ষী? সত্যিটা নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী

কী বললেন সোনাক্ষী?

Sonakshi Sinha's hilarious take on pregnancy rumors as she spotted at a hospital
Published by: Akash Misra
  • Posted:July 6, 2024 9:18 am
  • Updated:July 6, 2024 2:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হানিমুনে এখনও যেতে পারেননি সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল। তার আগেই একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন কাজে। ইতিমধ্যেই সদ্য বিবাহিত সোনাক্ষীকে দেখা গিয়েছে কাকুদা ছবির প্রচারে। ঠিক এই সময়ই অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন শত্রুঘ্নকন্যা। মা হওয়ার গুঞ্জনকে ইতি টানতে নিজেই নামলেন মাঠে।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ‘কাকুদা’ ছবির প্রচারে ব্যস্ত সোনাক্ষী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনাক্ষী জানান, ”বিয়ের পর তেমন কিছু বদলে যায়নি। অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি।”

Advertisement

[আরও পড়ুন: রক্তাক্ত প্রতিশোধের গল্প ‘কিল’, মারকাটারি মেজাজে করণ জোহরের ‘স্টুডেন্ট’ লক্ষ্য-রাঘব]

সোনাক্ষী আরও জানান, ”তবে হ্যাঁ, আজকাল কোনও কারণে হাসপাতালে গেলেই লোকে ভাবছে আমি অন্তঃসত্ত্বা। এই ব্যাপারটা বেশ মজাদার।”

২৩ জুন নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। মেয়ের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম। তবে সোনাক্ষী-জাহিরের বিয়ে নিয়ে সোশাল মিডিয়াতেও কাঁটাছেড়ার অন্ত নেই। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ চলছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ‘X’ হ্যান্ডেলে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন, “সাত বছরের সম্পর্কের পর দুজন মানুষ ভালোবেসে বিয়ে করেছেন। তাতে তো তাঁদের ভবিষ্যতের জন্য ভালোবাসায় ভরা শুভেচ্ছার প্রত্যাশা থাকে। কিন্তু তার বদলে ওদের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিতে হল, যাতে ঘৃণায় ভরা মন্তব্যের মুখে পড়তে না হয়।” এবার সেই ‘বিয়ে বিতর্ক’ ইস্যুতেই নিন্দুকদের ‘খামোশ’ করালেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ৬৫ কোটির বাড়ি কিনেছেন জাহ্নবী! মোট কত সম্পত্তি শ্রীদেবীকন্যার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement