Advertisement
Advertisement

Breaking News

KIFF 2023

KIFF 2023: কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমনের সঙ্গী সোনাক্ষী, আর কারা থাকবেন উদ্বোধনে?

৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে চলমান চিত্রের এই উৎসব।

Sonakshi Sinha will accompany Salman Khan at KIFF 2023, who else are invited? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 21, 2023 9:13 pm
  • Updated:November 22, 2023 11:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তার পরই এই শহরে শুরু চলমান চলচ্চিত্রের যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kiff 2023) উদ্বোধনী মঞ্চে হাজির থাকবেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। এ সংবাদ আগেই পাওয়া গিয়েছিল। এবার খবর, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে সলমনের সঙ্গী হচ্ছেন ‘দাবাং’ গার্ল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। অতিথি তালিকায় আরও দুই বলি সুপারস্টারের নাম শোনা যাচ্ছে।

Sonakshi

Advertisement

৫ ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারে সিনেমার এই  উৎসবে আসতে পারছেন না বাংলার জামাই অমিতাভ বচ্চন। বেশ কয়েক বছর ধরেই মমতার আমন্ত্রণে উৎসবের উদ্বোধনী মঞ্চ আলোকিত করেন বিগ বি। কিন্তু এবার শারীরিক অসস্থতার জন্য তাঁর না আসার সম্ভাবনাই বেশি। শাহরুখের আসার আশাও ক্ষীণ। যদিও দুই সুপারস্টারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: সুশান্তের নাম ব্যবহার করে ‘বিগ বস’ জিততে চাইছেন? প্রশ্নের মুখে অঙ্কিতা]

এদিকে সূত্রের খবর, দক্ষিণী সুপারস্টার কমল হাসানের কাছেও এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসার আমন্ত্রণ গিয়েছে। বাংলা সিনেমার সঙ্গে কমলের যোগ বহু দিনের। ‘কবিতা’ সিনেমায় তাঁর অভিনয় এখনও দর্শকদের মন কাড়ে।

Kamal Haasan

কমলের পাশাপাশি অনিল কাপুরকেও উৎসবের অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে খবর। যদি এই দুই তারকার ডিসেম্বরে শহরে আসা নিশ্চিত হয় তাহলে এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চার মেগা তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে।

Anil-Kapoor

[আরও পড়ুন: ‘স্পেশাল অপস’-এর নতুন সিজনে টোটা, পরিচালক নীরজ পাণ্ডের সিরিজে কোন অবতারে অভিনেতা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement