Advertisement
Advertisement
Sonakshi Sinha

অন্তঃসত্ত্বা সোনাক্ষী! এবার চরম সত্যিটা নিজেই ফাঁস করলেন অভিনেত্রী

স্বামীর সঙ্গে ক্লিনিকের বাইরে সোনাক্ষীকে দেখেই জল্পনার সূত্রপাত। কী বললেন অভিনেত্রী?

Sonakshi Sinha Shuts Down Pregnancy Rumours

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:December 12, 2024 4:21 pm
  • Updated:December 12, 2024 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বয়স ছয় মাস। আর এর মাঝেই সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে! বিয়ের পর পরই অবশ্য অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে একাধিকবার। এবার চরম সত্যিটা নিজেই ফাঁস করলেন অভিনেত্রী।

দিন কয়েক আগের কথা। এক ক্লিনিকের বাইরে স্বামী জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে সোনাক্ষী সিনহাকে দেখা যায়। সেখান থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে সূত্রপাত নতুন করে। এবার কার্লি টেলস-এর সঙ্গে কথোপকথনে সোনাক্ষী জানালেন, “হ্যাঁ, ভাই…! এই তো সেদিন জাহিরকে কে একটা শুভেচ্ছাও জানিয়ে দিল।” না, এখানেই অবশ্য ‘দাবাং গার্ল’-এর মন্তব্য শেষ হয়নি। অভিনেত্রীর সংযোজন, “আমি বলতে চাই যে, আমি মোটেই অন্তঃসত্ত্বা নই। শুধু একটু মোটা হয়ে গিয়েছি। আচ্ছা, আমরা কি এই দাম্পত্যটা একটু উপভোগ করব না?” বউয়ের মুখের কথা প্রায় টেনে নিয়েই জাহির বলেন, “এই তো কাল থেকেই ওঁর ডায়েট শুরু হচ্ছে।”

Advertisement
Sonakshi Sinha reacts to trolls on interfaith marriage
ছবি : ইনস্টাগ্রাম

মাসখানেক আগেও অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোনাক্ষী সিনহা জানান, “নায়িকাদের বিয়ে হলে, এসব একটু রটে অবশ্য। আমার তো বিয়ের আগেও রটেছিল। তবে সবাইকে জানাতে চাই। এখন সন্তান নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই। আরও অন্তত দু বছর সময় নেব। কারণ, আমি আর জাহির এখনও বাচ্চা।” ২৩ জুন নিজস্ব অ্যাপার্টমেন্ট ‘অওরিয়েত’-এ প্রিয়জনদের সাক্ষী রেখে বিয়ে সারেন সোনাক্ষী ও জাহির। তাঁদের বিয়ে নিয়ে অবশ্য সোশাল মিডিয়াতে কাঁটাছেড়ার অন্ত নেই। নিন্দুকদের কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের সুখস্মৃতিতে বিভোর তারকাদম্পতি। তার পর থেকে মধুচন্দ্রিমা পর্বেই রয়েছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। কখনও সিঙ্গাপুর, কখনও ফিলিপিন্সে হানিমুনে যাচ্ছেন তো আবার কখনও বা মুম্বইয়ের রাস্তায় ইতি-উতি জুটিতে ধরা দিচ্ছেন নবদম্পতি। বিয়ের পর থেকে প্রায় নিত্যদিনই রেস্তরাঁয় ডেট নাইটে দেখা যাচ্ছে সোনাক্ষী-জাহিরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement