Advertisement
Advertisement

Breaking News

Double XL Trailer

ধাওয়ানের প্রেমে হুমা! তুলাকালাম কাণ্ড বাঁধালেন সোনাক্ষী, দেখুন ‘Double XL’ ছবির ট্রেলার

এই ছবি দিয়েই বলিউড সফর শুরু করলেন ক্রিকেটার শিখর ধাওয়ান।

Sonakshi Sinha, Huma Qureshi, Shikhar Dhawan starrer Double XL trailer is out | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 12, 2022 3:50 pm
  • Updated:October 12, 2022 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) প্রেমে পড়েছেন হুমা কুরেশি (Huma Qureshi)। এদিকে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। সবই হয়েছে পরিচালক সতরাম রামানির ‘ডাবল এক্সএল’ (Double XL) সিনেমার জন্য। তারই ট্রেলারে তিন তারকাকে তিন ভূমিকায় দেখা গিয়েছে। 

Huma-Shikhar-Sonakshi-1

Advertisement

বলিউডে  এন্ট্রি নিচ্ছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সে খবর হুমা কুরেশিই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছিলেন। নিজের সঙ্গে শিখরের দু’টি ছবি পোস্ট করেছিলেন তিনি। একটি ছবিতে শিখরকে কালো স্যুট পরে হুমার সঙ্গে বল ডান্স করতে দেখা যায়। অন্য ছবিতে শুটিংয়ের ফাঁকে হাসি-মশকরায় ব্যস্ত ছিলেন দু’জন।

Shikhar-Huma-2

[আরও পড়ুন: রহস্যে ঘেরা ইশা-পায়েলের রসায়ন! ছক ভাঙা গল্প নিয়ে আসছে ‘হ্যালো রিমেম্বার মি’ সিরিজ]

ছবিতে শিখর নায়কের ভূমিকায় রয়েছেন নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে? সে বিষয়ে হুমার পোস্ট থেকে কিছু জানা যায়নি। তবে ট্রেলার দেখে মনে হচ্ছে, নিজের প্রথম বলিউড সিনেমায় ক্যামিও চরিত্রেই অভিনয় করেছেন ভারতীয় ক্রিকেটার। স্পোর্টস প্রেজেন্টার হওয়ার স্বপ্ন দেখে হুমার চরিত্র। আর সেই চরিত্রের ভালবাসাই শিখর।

ট্রেলারে স্বপ্ন দেখছিল হুমার চরিত্র। সেই কারণেই শিখরের সঙ্গে বল ডান্স করছিল সে। কিন্তু হুমার স্বপ্ন অল্প সময়েই ভেঙে যায়। ভেঙে যায় সোনাক্ষীর চরিত্রের সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নও। তাতেই তুলকালাম কাণ্ড বাধায় সে। ছবিতে সোনাক্ষী-হুমা ও শিখর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাহির ইকবাল। জাহিরের সঙ্গে আবার সোনাক্ষীর প্রেমের গুঞ্জনও শোনা যায়। 

সে যাই হোক, শরীর নিয়ে মানুষের মাথাব্যথার শেষ নেই। বিশেষ করে তা যদি নারী শরীর হয়। বেশি রোগা হলে চলবে না। বেশি মোটাও হলেও কটাক্ষের শিকার হতে হবে। ‘পারফেক্ট বডি’ বলে আদৌ কিছু আছে কি? নতুন সিনেমা ‘ডাবল এক্সএল’ সিনেমায়  এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া সোনাক্ষী-হুমা। আগামী ৪ নভেম্বর থেকে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে ভূষণ কুমারের টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস ও মুদাস্সর আজিজ প্রযোজিত ছবিটি। 

[আরও পড়ুন: সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলায় পাচ্ছেন ধর্ষণের হুমকি! বিস্ফোরক মহিলা কমিশনের চেয়ারপার্সন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement