ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সুখস্মৃতিতে বিভোর। তার পর থেকে মধুচন্দ্রিমা পর্বেই রয়েছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল(Zaheer Iqbal)। কখনও সিঙ্গাপুর, কখনও ফিলিপিন্সে হানিমুনে যাচ্ছেন তো আবার কখনও বা বৃষ্টিভেজা মুম্বইয়ের রাস্তায় ইতি-উতি জুটিতে ধরা দিচ্ছেন নবদম্পতি। বিয়ের পর থেকে প্রায় নিত্যদিনই রেস্তরাঁয় ডেট নাইটে দেখা যাচ্ছে সোনাক্ষী-জাহিরকে। বুধবার রাতেও নৈশভোজ সারতে মায়ানগরীর এক রেস্তরাঁয় ঢুঁ মেরেছিলেন। সেখানেই সেলেব নবদম্পতিকে দেখে পাপারাজ্জিরা আনন্দে আত্মহারা।
সোনাক্ষী, জাহিরও কম যান না। ফটোশিকারিদের দেখলেই অন্য সেলেবদের মতো রাখঢাক কিংবা বিরক্তর লেশমাত্র নেই। বরং দিব্যি খোশমেজাজে আড্ডা দেন। বুধবার রাতেও পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় তাঁদের। আর বলিপাড়ার তারকাদম্পতির এহেন ভালো আচরণেই মুগ্ধ হয়ে ‘দাদা, বউদি’ সম্বোধনে হাঁকডাক শুরু করেন তাঁরা। সেই মিষ্টি মুহূর্তই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।
কয়েকদিন আগেই সিঙ্গাপুরে মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছিলেন সোনাক্ষী ও জাহির। সুইমিংপুলে ডুবে সেই ছবিও শেয়ার করেছিলেন। সেটাই ছিল সোনাক্ষীর প্রথম হানিমুন। তার পর আবার ফিলিপিন্সে দ্বিতীয় হানিমুনের জন্য উড়ে যান সোনাক্ষী-জাহির। তবে হানিমুনে আলাদা আলাদা বিমানে চড়ে বিদেশের মাটিতে উড়ে গিয়েছেন তাঁরা।
View this post on Instagram
প্রসঙ্গত, সোনাক্ষী-জাহির বিয়ের ছবি পোস্ট করতেই একের পর এক কটাক্ষবাণ ধেয়ে এসেছিল। কেউ জাত-ধর্ম তুলে অশ্লীল ভাষায় আক্রমণ করেছেন তো কেউ বা আবার লাভ জিহাদের অভিযোগও এনেছিলেন। কারও প্রশ্ন, ‘মুসলিম পরিবারে বিয়ে করেও কেন সিঁথিতে সিঁদুর পরেছেন?’ এই দৃশ্য খুব একটা অচেনা নয় বিনোদুনিয়ায়। ঠিক একইভাবে মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করে হিন্দু সংগঠন এবং মৌলবীদের রোষানলে পড়তে হয়েছিল স্বরা ভাস্করকে। প্রথম বিয়ের সময় নুসরত জাহানকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিল নেটপাড়া। সম্প্রতি সোনাক্ষী সিনহার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি! মুসলিম পাত্র জাহির ইকবালকে বিয়ে করার জেরে তাঁকেও লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে। তিতিবিরক্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে দিব্যি নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন সোনাক্ষী-জাহির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.