Advertisement
Advertisement
Sona Mohapatra

‘দেশে কি কাপড় কম পড়েছে?’ পোশাক নিয়ে কটুক্তি, কড়া জবাব দিলেন সোনা মহাপাত্র

কী বললেন সংগীতশিল্পী?

Sona Mohapatra Slams netizen who twitted about her dress | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2020 1:03 pm
  • Updated:December 14, 2020 1:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের সুরে জীবনের গান গাইতে ভালবাসেন সোনা মহাপাত্র (Sona Mohapatra)। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রাখঢাক না রেখে কথা বলতেই পছন্দ করেন। সমালোচনার জবাব দিতেও কার্পণ্য করেন না। সেই ধারা বজায় রেখেই এবার পোশাক নিয়ে কটাক্ষের কড়া জবাব দিলেন সংগীতশিল্পী।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই নিজের নতুন সিঙ্গল গান ‘হির হির’ প্রকাশ করেন সোনা। স্বামী তথা সুরকার রাম সম্পতের সুরে গানটি গেয়েছেন তিনি। গানের প্রস্তুতির ছবিও দিয়েছিলেন। তাতেই সোনার পোশাক নিয়ে কটুক্তি করা হয় ‘হিন্দু উইদাউট কাস্ট’ নামের একটি প্রোফাইল থেকে। লেখা হয়, “এমনভাবেই পোশাক পরেছে যাতে ওখানেই নজর যায়… যদি নাই দেখার জন্য পড়ে থাকে তাহলে মহিলার এত দামী পোশাক পরার প্রয়োজন কী ছিল? দেশে কি কাপড় কম পড়েছে?” এই টুইট শেয়ার করেই সোনা মহাপাত্র লেখেন, “এই দেখুন আমার টাইমলাইনের আরেকটা জোকার। এখনও আমার পোশাক নিয়ে মাথাব্যথার অন্ত নেই।” লেখার ক্যাপশনে ‘হির হির’ গানের হ্যাশট্যাগ ব্যবহার করেন সোনা।

[আরও পড়ুন: দেহরক্ষীর জন্মদিন সেলিব্রেট করেও কেক খেলেন না সলমন!‌ ভাইরাল ভিডিও নিয়ে চর্চা তুঙ্গে]

উল্লেখ্য, এর আগেও সোনা মহাপাত্রের পোশাক ও শরীরিক গঠন নিয়ে কটুক্তি করা হয়েছিল। তার জবাবে বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন সংগীতশিল্পী। কিছুদিন আগে আবার রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর (Indian Idol) বিচারক তথা বলিউডের সুরকার-গায়ক বিশাল দদলানির (Vishal Dadlani) বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ জানিয়েও টুইট করেছিলেন। লিখেছিলেন, “যে বিশাল দদলানির রিয়া চক্রবর্তীর জন্য বুক ফেটে যাচ্ছে তিনিই আবার নিজের সহ-বিচারক অনু মালিকের (Anu Malik) বিরুদ্ধে একটি কথাও মুখ ফুটে বলছেন না যাঁর বিরুদ্ধে একাধিক মহিলা নিগ্রহের অভিযোগ এনেছিলেন।”    

[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ কলে যুবকের হস্তমৈথুন! স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement