সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউড নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনা মহাপাত্র । সোনার কথায়, ‘বলিউডের বহু অভিনেতা ঠিকঠাক করে হিন্দিই বলতে পারেন না, কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন!’
তা হঠাৎ এমন কেন বললেন সোনা?
ইদানীং প্লেব্যাক থেকে একটু সরে গিয়ে লাইভ শো এবং তথ্যচিত্র তৈরিতেই মন দিয়েছেন সোনা। আপাতত, তিনি ‘শাট আপ সোনা’ নামের এক তথ্যচিত্রের শুটিং করছেন। যে তথ্যচিত্রে তিনি তুলে ধরবেন বলিউড ইন্ডাস্ট্রি অন্ধকার দিকের কথা। কীভাবে বলিউডে স্বজনপোষণ চলে তাই চোখের সামনে নিয়ে আসবেন সোনা। সম্প্রতি এক টক শোয়ে অংশ নিয়ে নিজের এই তথ্যচিত্র ও বলিউড নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন সোনা মহাপাত্র (Sona Mahapatra)। সোনার কথায়, ‘দক্ষিণী ইন্ডাস্ট্রি নিজেদের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরতে চায়। আর অন্যদিকে বলিউড দিন দিন ভারতীয় সংস্কৃতিকে দুর্বলতর করে তুলছে। বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যাঁরা হিন্দিটাও ঠিকঠাক বলতে পারেন না। আমি পুষ্পা ও আরআরআর দেখেছি। দারুণ লেগেছে আমার। কী সুন্দর করে নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে চায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডে এসব নেই।’
বরাবরই ঠোঁটকাটা সোনা মহাপাত্র। ২০১৬ সালে সলমন খানের সমালোচনা করায় ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সোনা। এক সাক্ষাৎকারে গোটা ঘটনাটি জানিয়ে ছিলেন সোনা। ২০১৬ সালে সুলতান ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন সলমন। সেই সময় সলমন নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করেছিলেন। সলমনের এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন সোনাও । তাঁর কথায়,’নারীদের মারধর, মানুষকে আক্রমণ করা, বন্যপ্রাণী হত্যা এবং তারপরেও দেশের নায়ক!’ সোনার এই মন্তব্যের পরেই তাঁর উপর চটে যায় সলমনের ফ্যানেরা। সোনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও করা হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.